WB icds Recruitment 2024 | অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা নিয়োগ 2024 | Anganwadi Recruitment 2024

WB icds Recruitment 2024: পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 – ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য ICDS WB অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষা নেওয়া হয়েছিল। এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসবে যেখানে আইসিডিএস ডব্লিউবিতে প্রচুর সংখ্যক নিয়োগ হবে।

আপনি যদি অঙ্গনারীতে কাজ করার স্বপ্ন দেখে থাকেন সেটা হতে পারে সুপারভাইজার বা হেলপার তাহলে এই পোস্টটা শুধুমাত্র আপনার জন্যই। কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণে icds recruitment 2024 করতে চলেছে সমস্ত জেলাতে।

কোন জেলায় কতগুলো পোস্ট রয়েছে সেগুলো যে সমস্ত ডিস্ট্রিক্টকে Anganwadi Recruitment 2024 অফিসের নোটিশে দিয়ে দেওয়া হবে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই পোস্টটি পড়ছেন সেই ডিস্ট্রিক্টকের নাম এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো যে আপনাদের ডিস্ট্রিক্টকে কতগুলো পোস্ট বেরিয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Wb icds job 2024 আমাদের অনেকেরই স্বপ্ন অঙ্গনারীতে কাজ করার কারণ, অঙ্গনারী কাজ করতে গেলে আপনাকে সব সময় শিশুদের নিয়ে কাজ করতে হবে এতে আপনাদের মনো ভালো থাকবে এবং আপনাদের কাজ করতে ইচ্ছে করবে তাছাড়া আপনি যদি সুপারভাইজার করে যোগ দেন তাহলে আপনাকে সমস্ত কিছু দেখাশোনা করতে হবে।

West Bengal ICDS Recruitment 2024

মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গের অধীনে সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবার মাধ্যমে কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, সহকারী এবং সুপারভাইজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের অঙ্গনওয়াড়ি শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আমরা এখানে শুধু কিছু বিষয় লিখছি, বাকিটা আপনার জানতে হবে। নইলে অনেক কিছু জানতে পারবেন না। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024, এবং আবেদনকারী সমস্ত শিক্ষিত মহিলা ও মেয়েদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আজ আমরা আপনার সাথে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 সম্পর্কে সম্পূর্ণ তথ্য ভাগ করার জন্য এই পোস্টটি লিখছি।

West Bengal Anganwadi Recruitment 2024 Vacancy  Details

Post NameTotal Posts
Supervisor7000+
Assistant55004+
Worker12560+
Helper15789+
Teacher60241+

Education Qualification & Age WB ICDS Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতাআপনি যদি ক্লাস 7th, 8th, 10th, 12th বা আর উচ্চ যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া SC,ST,OBC A, OBC B এরা বয়সের উদ্ধসিমার ছাড় পাবেন।

Application Fee & Pay Scale WB Anganwadi Recruitment 2024

মাসিক বেতন মহিলা সুপারভাইজার বেতন: PB-3 Rs.7100/- থেকে Rs.37600/- + গ্রেড পে Rs.3600/- প্রতি মাসে।

অঙ্গনওয়াড়ি কর্মী (AWW) বেতন: Rs.3000 থেকে Rs.4500/- প্রতি মাসে।

মিনি অঙ্গনওয়াড়ি কর্মী (মিনি AWW) বেতন: প্রতি মাসে 2250 টাকা থেকে 3500/- টাকা।

অঙ্গনওয়াড়ি হেল্পার (AWH) বেতন: প্রতি মাসে 1500 টাকা থেকে 2250/- টাকা।
ফীপরে জানিয়ে দেওয়া হবে

আবেদনপত্রের সাথে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি: WB ICDS

  1. আবাসিক শংসাপত্র।
  2. আবেদন টাকা জমা দেওয়ার রসিদ
  3. ভোটার আইডি বা আধার কার্ড (যে কোন ১টা)
  4. ST/SC সার্টিফিকেট
  5. শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট
  6. পাসপোর্ট সাইজের ছবি
  7. শিক্ষাগত যোগ্যতার সবকিছু
  8. এবং যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র।

WB ICDS কর্মী এবং হেল্পার (সহকারী) নির্বাচন কিভাবে করা হবে?

ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সিলেকশন পদ্ধতি মেধা তালিকার ভিত্তিতে করা হয়।পরিষেবার জন্য যোগ্য প্রার্থীদের নাম একটি মেধা তালিকায় তালিকাভুক্ত করা হবে। যদি আবেদনকারীদের সংখ্যা বেশি হয়, তাহলে কর্তৃপক্ষ একটি প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা বা স্ক্রীনিং পরীক্ষা পরিচালনা করতে পারে।

সুপারভাইজার পদের জন্য প্রার্থীদের ইন্টারভিউ রাউন্ড সহ লিখিত পরীক্ষা দিতে হবে যার মাধ্যমে তারা নির্বাচিত হবে।

সংক্ষিপ্তভাবে, আমরা নিম্নলিখিত সারণীতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী নির্বাচন প্রক্রিয়া রাখতে পারি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
পদের নামনির্বাচন প্রক্রিয়া
অঙ্গনওয়াড়ি কর্মীলিখিত পরীক্ষা /অথবা ইন্টারভিউ, তারপর মেধা তালিকা তৈরি।
অঙ্গনওয়াড়ি হেল্পার (সহকারী)লিখিত পরীক্ষা এবং/ ইন্টারভিউ। এরপর মেধা তালিকা তৈরি করা হবে।
অঙ্গনওয়াড়ি সুপারভাইজারপ্রাথমিক পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ।

WB ICDS অ্যাডমিট কার্ড 2024

যে সকল প্রার্থীরা ICDS কর্মী ও হেল্পার পদের জন্য আবেদন করছেন, তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে বেরিয়ে আসবে। অংশগ্রহণকারীদের ICDS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের নিজ নিজ হল টিকিট বেরকরে নিতে হবে। নিয়মানুযায়ী , অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

How to Apply WB ICDS Recruitment 2024

  • আবেদন করার জন্য আপনাদের অফিসের ওয়েবসাইটে https:// wbicds.in গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিংপ্তি দেওয়া আছে আগে ভালো করে পরুন তার পরে আবেদন করবেন ।
  • option যান এবং অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ।
  • আগে ভালো Full Notificationটি পরুন তারপরে আবেদন করুন।
  • অনলাইনে আবেদন করার আগে আপনাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এবং তারপরে অনলনে টাকা দিন আবেদন ফী।
  • অবশেষে, সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়ে যাই। তার পরে submit করে দিন। তাহলেই আপনার ICDS form fill-up হয়ে যাবে।
  • আপনি যদি ফর্ম পুরন করতে না পারনে তা হলে আপনার আশেপাশে যে কোন cyber cafe গিয়ে কাজটা করবে।
  • মনে রাখবেন যে যদি আকবার আপনার ফর্ম ভুল হয়ে যায় তা হলে কিন্তু আর আপনার সুযোগ নেই।

WB ICDS Recruitment Salary

অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার বেতন কেন্দ্র / রাজ্য সরকার দ্বারা সময়ে সময়ে নিয়ন্ত্রিত হয়। উভয় পদের সর্বশেষ বেতন নীচের টেবিলে দেওয়া আছে:

অঙ্গনওয়াড়ি কর্মীপ্রতি মাসে ₹৩০০০ থেকে ₹৪৫০০ করে দেওয়া হবে
অঙ্গনওয়াড়ি হেল্পার (সহকারী)প্রতি মাসে ₹১৫০০ থেকে ₹২২৫০ করে দেওয়া হবে

WB ICDS Recruitment 2024 Important Date

অনলাইন আবেদন শুরুUpdate Soon
অনলাইন আবেদন করার শেষ তারিখUpdate Soon
ফি প্রদানের শেষ তারিখUpdate Soon
অফলাইনে ফি প্রদানের শেষ তারিখUpdate Soon
পেমেন্ট চালান তৈরির শেষ তারিখUpdate Soon

ICDS Recruitment 2024 ফটোগ্রাফ ও স্বাক্ষর কেমন হবে

ছবি হতে হবে jpg/jpeg/png এবং সাইজ হবে [180px X 230px] (প্রস্থ x উচ্চতা) এবং ফাইলের আকার সর্বনিম্ন 25KB এবং সর্বোচ্চ 50KB এর মধ্যে হতে হবে।

WB ICDS Recruitment GUIDELINE FOR PHOTOGRAPH

স্বাক্ষর বিবরণী:

  • আবেদনকারীকে কালো কালির কলম দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করতে হবে।
  • মাত্রা হতে হবে 140px X 60px (প্রস্থ x উচ্চতা) পিক্সেল (পছন্দের)।
  • ফাইলের আকার 10kb – 20kb এর মধ্যে হতে হবে।
  • স্ক্যান করা ছবির আকার 20KB এর বেশি যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।
  • মোবাইল দ্বারা স্বাক্ষর স্ক্যান কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
WB ICDS Recruitment GUIDELINE FOR SIGNATURE

ICDS West Bengal Anganwadi Recruitment 2024 District Wise Vacancy

মুর্শিদাবাদ জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ07/01/2023
লিখিত পরীক্ষার তারিখ28/05/2023
Exam Date for Promotion of AWH to AWW08/04/2023
শূন্যপদ750 Posts
আবেদন পদ্ধতিOnline
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Kolkata Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ09/01/2023
লিখিত পরীক্ষার তারিখ22/05/2023
Exam Date for Promotion of AWH to AWW08/07/2023
শূন্যপদ600 Posts
আবেদন পদ্ধতিOnline
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Hooghly Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Howrah Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Alipurduar ICDS Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Bankura Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Birbhum Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Cooch Behar ICDS Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Dakshin Dinajpur Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Darjeeling Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Jalpaiguri Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Jhargram Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Kalimpong Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

North 24 Parganas Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

South 24 Parganas Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Paschim Medinipur ICDS Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Purba Bardhaman Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Purba Medinipur Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Purulia Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Nadia Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ১৩-৯-২০২৪ বিকেল ৪টা পর্যন্ত
লিখিত পরীক্ষার তারিখEnd
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদ৫৯ টি
আবেদন পদ্ধতিOnline
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here

Uttar Dinajpur Anganwadi Recruitment 2024

পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়ক
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখUpdate Soon
লিখিত পরীক্ষার তারিখUpdate Soon
Exam Date for Promotion of AWH to AWWUpdate Soon
শূন্যপদUpdate Soon
আবেদন পদ্ধতিUpdate Soon
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, Admit CardClick Here
WB ICDS Recruitment - West Bengal Anganwadi Recruitment 2025

FAQs

What is the salary of ICDS teacher in West Bengal 2024?

প্রতি মাসে ৯,৫০০ টাকা ।

What is the syllabus of ICDS exam in West Bengal?

WB ICDS সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলি হল সাধারণ জ্ঞান, পাটিগণিত দক্ষতা এবং যুক্তি। অন্যদিকে মূল পরীক্ষার সিলেবাসে রয়েছে ইংরেজি, প্রথম ভাষা (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি), সাধারণ অধ্যয়ন ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাটিগণিত

What is the age limit for ICDS supervisor in West Bengal?

১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন ।

How many ICDS Centre are there in West Bengal?

পশ্চিমবঙ্গে 576টি ICDS Centre আছে, যার মধ্যে 423টি গ্রামীণ, 75টি শহুরে এবং 78টি আদিবাসী প্রকল্প রয়েছে।

7 thoughts on “WB icds Recruitment 2024 | অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা নিয়োগ 2024 | Anganwadi Recruitment 2024”

  1. কবে অঙ্গনওয়াড়ি 2024 রিক্রুটমেন্ট হবে পূর্ব বর্দ্ধমান এ আমাকে এই মেইল id তে জানালে উপকৃত হইবো

    Reply

Leave a Comment