Promotional recruitment from AW Helper to AW Worker 2024

Admin

Updated on:

Promotional recruitment from AW Helper to AW Worker 2024

Promotional recruitment from AW Helper to AW Worker 2024 এতদ্বারা জানানো যাচ্ছে যে পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি জন্য কেবলমাত্র পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহকারী ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তাদের থেকে নিম্নলিখিত সত্য আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।
স্মারক সংখ্যা :- ৩৪/ আইসিডিএস/ পুঞ্চা

Promotional recruitment from AW Helper to AW Worker 2024

  • এই নিযুক্ত সম্পূর্ণ স্বেচ্ছাসেবক মূলক
  • এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবে না
  • অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতিমাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৪৫০০ টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৩৭৫০ টাকা।

শূন্য পদের বিবরণ এবং সংরক্ষণ বিন্যাস

বর্তমানে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী শুন্য পদের সংখ্যা ৩৪ টি।

শুন্যপদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস
মোট শূন্য পদ ৩৪ টি
অসংরক্ষিত২৫
তপশিলি জাতি
তপশিলি উপজাতি

আবশ্যিক শর্তাবলী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিম্নতম শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি তারিখটিকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। সাধারণ তাপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য অনুগ্রহ শ্রেণীর ইত্যাদি সকলের ক্ষেত্রেই। উচ্চতরী শিক্ষকতার যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না। যে সকল সহায়িকা ১৯-০১-২০১৩ এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার আবেদন পত্র বিবেচিত হবে না। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

বয়স:
৩০/০১/২০২৪ তারিখ থেকে ভিত্তি করে আপনার বয়স হতে হবে ৬৫ বছরের নিচে।

স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত:
কর্মী পদে আবেদনকারীণীকে অবশ্যই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

অভিজ্ঞতা:
৩০-০১-২০২৪ তারিখ থেকে ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে।

পরীক্ষা:
সকল আবসিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় ৩৫ নম্বর থাকবে। অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে আট বছর বা তার উর্ধ্বে বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে পাঁচ নম্বর এবং ১১ বছর বা তার ঊর্ধ্বে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বর মৌখিক পরীক্ষায় ৫ নম্বর। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

  • গণিত দশম শ্রেণী মান ের ১০ নম্বর
  • পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন ১০ নম্বর
  • ইংরেজি ভাষা দশম শ্রেণীর মানের ১০ নম্বর
  • সাধারণ জ্ঞানের প্রশ্ন ৫ নম্বর
  • প্রতিটি প্রশ্নই mcq ধরনের হবে

বিদ্র:- লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন নূন্যতম যোগ্যতা নির্ধারক নাম্বার থাকবে না। লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় পাপ তো মৌখিক পরীক্ষায় প্রাপ্ত এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেদাতালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী
সংরক্ষিত পদের পাতিদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। আবেদন পত্রের সাথেই উক্ত শংসাপত্রের প্রকৃত প্রতিলিপি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে উক্ত শংসাপত্রের সব প্রত্যাহিত প্রতিলিপি জমা না দেওয়া হলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ:
বিজ্ঞটির সাথে সংযুক্ত আবেদন পত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদন পত্র পুঞ্জা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পোস্ট অফিস পুঞ্চা জেলা পুরুলিয়া এর কার্যালয় ৩০/১/২০২৪ তারিখ থেকে ২৭/০২/২০২৪ তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন এবং শনিবার ও রবিবার বাদে বেলা 11 টা থেকে বিকেল তিনটে অব্দি ফিল সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদনপত্র টি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা হস্তলিখিত হতে হবে। আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ এবার প্রকল্প আধিকারিক এর কারণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদন পত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম ঠিকানা লেখা এবং ৫ টাকার ডাকটিকি যুক্ত অনন্য ২৩ সেমি লম্বা এবং ১০ সেমি চওড়া মাপে একটি খাম জমা দিতে হবে। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

বিদ্র: ২৭/২/২০২৪ তারিখ বিকেল তিনটের পর আর কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদন পত্র কোনোমতে গ্রাহ্য হবে না এবং অনুরূপ সকল আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে। শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে। আবেদনপত্রে কোন অশ্বাক্ষরিত পরিবর্তন রাজ্য হবে না এবং জমা দেওয়া আবেদন পত্র কোনো পরিবর্তনের অনুরোধ রাজ্য হবে না। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

  1. সিল করে খামের উপর যা যা লিখতে হবে:-
  2. উপরে লিখতে হবে কর্মী পদে পদোন্নতি আবেদন পত্র তার নিচে লিখতে হবে বিজ্ঞপ্তি স্মারক সংখ্যা ও তারিখ:-
  3. আবেদনকারীনীর নাম:-
  4. যে কেন্দ্রে সহায়িকা তার নাম ও নম্বর:-
  5. আবেদনকারীনীর গ্রাম পঞ্চায়েতের নাম:-
  6. আবেদনপত্রের সাথে প্রদেয় প্রমাণ পত্র শংসাপত্রের প্রতিলিপি:-

(১) তিনটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট ছবি। একটি ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে তারপর দুটি ছবি খামির মধ্যে থাকবে। (২) বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র এবং জন্মসংসাপত্রের সব পত্রিত প্রতিলিপি (৩) উপযুক্ত প্রত্যেক পক্ষ দ্বারা প্রদুদ্ধি তো স্থায়ী বাসস্থানের শংসাপত্রের আসল। স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য সভাপতি পুরুলিয়া জেলা পরিষদ সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলাশাসক পুরুলিয়া অতিরিক্ত জেলাশাসক পুরুলিয়া মহাকুমা শাসক পঞ্চায়েত সমিতির সভাপতি সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদত্ত শংসাপত্রই বৈধ বলে গণ্য হবে। এক্ষেত্রে উক্ত শংসাপত্রের নকল রাজ্য হবে না। (৪) নিম্নত মাধ্যমিক ও সর্বাধিক উচ্চগত যোগ্যতার প্রমাণপত্রের জেরক্স দিতে হবে। (৫) জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক মহাকুমা শাসক প্রদত্ত জাতি জাতিসংশা পত্রের জেরক্স কপি (৬) শহীক্ষা পদের যোগদানের নিয়োগ পত্র এবং যোগদান পত্র। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

বিদ্র:- কোন ভুল বা অসংগত তথ্য দিলে বা উপরূপ উপরের উক্ত শর্ত লংঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এই বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় সংসদ পত্রের আসল দাখিল করতে হবে এবং এক্ষেত্রে সঠিক শংসাপত্র দেখাতে না পারলে মৌখিক পরীক্ষায় প্রবেশ অধিকার দেওয়া হবে না।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোন রোগ গাড়ি ভাড়া এবং অপর কোন খরচ প্রকল্প কার্যালয় বহন করবে না। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

যদি প্রমাণিত হয় কোন প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনরূপ প্রভাব বিস্তার করেছেন অথবা অসাধু উপায় অবলম্বন করেছেন তাহলে তার প্রার্থী পথ বাতিল বলে গণ্য করা হবে। Promotional recruitment from AW Helper to AW Worker 2024

আবেদন শুরু হছে ৩০/১/২০২৪ থেকে
আবেদন শেষ হছে ২৭/০২/২০২৪ তারিখ পর্যন্ত বেলা 11 টা থেকে বিকেল তিনটে অব্দি

Leave a Comment