SSC MTS Recruitment 2024 – সুখবর বেরিয়ে গেল যারা কেন্দ্রীয় সরকার চাকরির জন্য অপেক্ষা করেছিলেন এবং আপনারা চাইছিলেন যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) কবে থেকে নিয়োগ করে নেওয়া হবে তো তাদের জন্য বেরিয়ে এলো সুবর্ণ একটা সুখবর কারণ কেন্দ্র সরকারি ক্যালেন্ডার অনুযায়ী মাল্টিটাস্ক যে ভ্যাকেন্সি ছিল সেই ভেকেন্সির কথা কিন্তু বলে দেওয়া হয়েছে।
SSC MTS Notification 2024 SSC MTS Recruitment 2024 শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই যেখানে কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় ১৩৬০০ এর উপরে পোস্ট রয়েছে এখানে কমিশনের ওয়েবসাইটে কিন্তু এরকম বলা হয়েছে।
এই সমস্ত পদের জন্য যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অফিশিয়াল জেল নিউজটা রয়েছে সেই নিউজ টা দেখবেন এবং লিংকে ক্লিক করে সম্পূর্ণ কিছু আপনারা ভালো করে চেক করে নেবেন কারণ অনেক ধরনের জিনিস কিন্তু আপনারা ওইখানে পাবেন তো অবশ্যই অফিশিয়াল নিউজটা আপনারা একবার দেখুন. SSC MTS Recruitment 2024
আশা করছি সম্পূর্ণ নোটিস্টার আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার পড়ে দেখেছেন দেখার পর যদি এবার আপনাদের মনে হয় আবেদন করবেন আবেদন করার লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন সেখানেই ক্লিক করে আবেদন করতে পারেন।
SSC MTS 2024 Recruitment Notification Exam Date 2024
Name Of Department | Staff Selection Commission (SSC) |
Vacancies | MTS (Multi-Tasking Staff) |
Total Post | 13600+ |
Notification | Available Soon |
Apply Date | September 2024 |
Official Website | https://ssc.nic.in/ |
SSC MTS Eligibility(Qualification)
- ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ।
- আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
SSC MTS Recruitment Age Limit
- Minimum Age: 18 Years.
- Maximum Age: 25 – 27 Years (Post Wise)
SSC MTS Application Fees
- General / OBC / EWS : 100/-
- SC / ST : 0/-
- All Category Female : 0/- (Exempted)
- Pay the Exam Fee Through Debit Card / Credit Card / Net Banking Mode.
SSC Physical Test For Only Havaldar Post
- Height-
- Male – 157.5 Cms
- Female – 152 Cms
- Chest-
- Male – 76 – 81 Cms
- Cycling –
- Male – 8 Km in 30 Min
- Female – 3 Km in 25 Min
- Weight (For Female Only) –
- Minimum 48Kg
- Walking –
- Male – 1600 meter in 15 Min
- Female – 1 Km in 20 Min
Post Name | Total Post | SSC MTS and Havaldar Exam Eligibility |
---|---|---|
Multi-Tasking (Non-Technical) Staff (MTS) | 3000+ | ভারতে যেকোনো স্বীকৃত বোর্ডে 10 শ্রেণী পাস। |
Constable | 600+ | ভারতে যেকোনো স্বীকৃত বোর্ডে 10 শ্রেণী পাস। হাঁটা: পুরুষ: 15 মিনিটে 1600 মিটার। মহিলা: 20 মিনিটে 1 কিমি। উচ্চতা:পুরুষ: 157.5 CMS | মহিলা: 152 সিএমএস পুরুষ: 81-86 CMS আরো বিস্তারিত বিজ্ঞপ্তি বুকে পড়ুন |
Subject | No. Of Questions | Marks | Duration |
---|---|---|---|
Session 1 | |||
Numerical and Mathematical Ability (সংখ্যাগত এবং গাণিতিক ক্ষমতা) | 20 | 60 | 45 minutes |
Reasoning Ability and Problem-Solving (যুক্তির ক্ষমতা এবং সমস্যা-সমাধান) | 20 | 60 | |
Total | 40 | 120 | |
Session 2 | |||
General Awareness (সাধারণ সচেতনতা) | 25 | 75 | 45 minutes |
English Language and Comprehension (ইংরেজি ভাষা এবং বোধগম্যতা) | 25 | 75 | |
Total | 50 | 150 |
অনলাইনে SSC MTS Recruitment 2024-এর আবেদনপত্র কীভাবে পূরণ করবেন
- SSC MTS Recruitment 2024-এর আবেদনপত্র পূরণ করতে, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
- অফিসের ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন মাল্টি ডাস্টিং স্টাফ বলে লেখা রয়েছে।
- এবং সেখানে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন দেওয়া রয়েছে সেখানে ক্লিক করবেন।
- ক্লিক করার সাথে সাথেই আপনাদের নিয়ে চলে যাবে নতুন আরো একটা ওয়েবসাইটে যেখানে সবার ফাস্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার ফোন নম্বরে এবং ইমেইল আইডিতে একটা পাসওয়ার্ড চলে যাবে এবং আপনার লগইন আইডি চলে যাবে
- সেই লগিন আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে এবং সম্পূর্ণ ফর্মটা ফিলাপ করতে হবে।
- এরপর পেমেন্টের জায়গা আসবে আপনারা আপনাদের মতো যেকোনো গেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করুন আর ফর্মটি সাবমিট করুন।
- সম্পূর্ণ ফর্ম যখন ফিলাপ হয়ে যাবে তখন একবার ভালো করে চেক করে দেখে নিতে হবে যে কোথাও ভুল করেছেন কিনা যদি ভুল না করে থাকেন তাহলে সাব্বির বাটনে ক্লিক করুন এবং আপনার ফোনটি সাবমিট করবেন।
- যখনই আপনি কমটি সাবমিট হয়ে যাবে সাথে সাথে সাবমিট করা কমটি একটি প্রিন্ট আউট বের করে নিন কারণ ভবিষ্যতে গিয়ে আপনাকে এই প্রিন্ট আউটটি কাজে লাগবে।
- সবকিছুই যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা এই পাবলিক লাভ করলে এটাকে ক্লোজ করুন।
Latest Jobs | Click Here |
মাল্টিটা কি স্টাফে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশন টা একবার পড়ে নেবে কারণ সম্পূর্ণ নোটিফিকেশনে অনেক ধরনের তথ্য দেওয়া থাকে সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের এই ধরনের ওয়েবসাইটে দেওয়া থাকেনা তাই অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য ভালো করে যাচাই করে পড়বেন এবং তারপর আবেদন করবেন।
হয়তো আপনার বয়স হয়নি কিন্তু আপনি আবেদন করতে গেছেন তাহলে হবে না হয়তো আপনার কাছে সঠিক ডকুমেন্টস নেই কিন্তু আপনি আবেদন করতে গেছেন তাহলে হবে না তো আবেদন করার আগে অবশ্যই এগুলোকে খেয়াল করে নিতে হবে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস যেমন মাধ্যমিক এডমিট কার্ড সার্টিফিকেট রেজাল্ট এবং এবং উচ্চ শিক্ষার যত ধরনের সার্টিফিকেট রয়েছে সমস্ত ধরনের সার্টিফিকেট কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং সাথে কিন্তু আপনাদের কালার ছবি লাগবে। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে তাহলে সেই সার্টিফিকেটে নাম্বার দিতে হবে এবং আপনাকে ভালো করে দেখতে হবে যে আপনাদের সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে রয়েছে কিনা যদি না থাকে অবশ্যই আপনাদের নিকটবর্তী যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস ঠিক করে নেবেন কারণ ধরুন আপনি চাকরি পেয়ে গেছেন এবং আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে তখনই যে কোন একটা ডকুমেন্ট আপনার পাওয়া যাচ্ছে না বা সঠিক না সেটা অনেকটাই খারাপ দেখা এবং আপনার চাকরিটা কিন্তু নাও হতে পারে তার জন্য তাই চাকরি পাওয়ার আগেই ফর্ম ফিলাপ শুরু আগেই আপনারা অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো ঠিক করে নেবেন।
যেহেতু মাল্টি টাচ টাকে এখনো পর্যন্ত কোনো সঠিক নোটিফিকেশন বেরিয়ে আসেনি এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তার ও তারিখ দেওয়া হয়নি তাই আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করুন কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু মাল্টি টাস্ক এ নোটিফিকেশন বেরিয়ে আসবে এবং নোটিফিকেশন বেরোনোর পর যদি মনে করেন আপনারা পড়াশোনা শুরু করবেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে পড়বেন কারণ আপনাদের মত এইরকম লাখ লাখ ছেলে মেয়ে রয়েছে যারা সারা বছর ধরে পড়াশোনা করে যাচ্ছে এই সমস্ত পরীক্ষার জন্য তাই আমি আপনাদেরকে বলবো পড়াশুনাটা এখনো শুরু করি যাতে ওই লাখ লাখ ছেলে-মেয়ে পেছনে আপনি না করে যান।
পড়াশুনা করলেই যে আপনার চাকরি হবে সেটা কিন্তু কোন ফ্যাক্টর না যারা পড়াশোনা করছে তারা সবাই যে চাকরি পেয়ে গেছে বা অন্য কোন কাজ করছে না সেটা কিন্তু না সবাই সবার মতন কাজ করছে এবং পড়াশোনাও করছে যদি আপনি হার্ডওয়ার্ক করে থাকেন এবং আপনার লাস্ট এক কাজ করে তাহলে অবশ্যই আপনি এই চাকরিটা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা এখন থেকেই কখন পরিশ্রম করা শুরু করে দিন এবং খুব খুব পরিমাণে পড়াশোনা করুন যাতে আপনাদের একটি সুভ ভবিষ্যৎ গড়ে ধন্যবাদ।