ICDS Bankura district recruitment 2024 | Anganwadi Recruitment 2024 – Apply Online

Admin

Updated on:

ICDS Bankura district recruitment 2024

Icds Bankura district Recruitment 2024: বাঁকুড়া জেলার সমস্ত মহিলাদের জন্য বিশাল বড় একটা খবর কারণ যারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলে যে কবে পশ্চিমবঙ্গ সরকার বাঁকুড়া জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করবে তার কিন্তু অবসর শেষ হলো কারণ আজকে কিন্তু বাঁকুড়ার সমস্ত ব্লকেই নিয়োগ করে নেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মী।

যারা যারা অঙ্গনারী কর্মী ফর্ম ফিলাপ করতে চান তারা কিন্তু অবশ্যই বাঁকুড়ার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটটা ভিজিট করুন সেখানে গেলেই আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং আমাদের এই পোস্টের মধ্যে বলা হয়েছে কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে থাকছে।

পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 – ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য ICDS WB অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষা নেওয়া হয়েছিল। ICDS Bankura recruitment 2024 এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসবে যেখানে আইসিডিএস ডব্লিউবিতে প্রচুর সংখ্যক নিয়োগ হবে। ICDS Bankura district recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এতদ্বারা রানীবাঁধ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প জেলা বাঁকুড়া এর অন্তর্গত অঙ্গনারী কেন্দ্র গুলিতে শূন্য পদ গুলি পুরনো জন্য অঙ্গনারী সহকার পদে উপযুক্ত মহিলা পাতিদের কাছ থেকে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে। এই পথগুলি কোন স্থায়ী সরকারি পদ নয় স্বেচ্ছাসেবক মূলক পদ নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন এবং কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে তাদের দায়-দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না।

Name of OrganizationDepartment of Women Development & Child Welfare, West Bengal
Name of RecruitmentWB Anganwadi Recruitment 2024 / WB ICDS Recruitment 2024
Number of Vacancies৫৬১
Notification Released on১৮-০৭-২০২৪
Application ModeOnline
More JobClick Here

পদের বিবরণ অঙ্গনারী পদগুলি বাঁকুড়া জেলার সমস্ত পঞ্চায়েতে সমিতির অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলিতে নিয়োগ করে নেওয়া হবে। ICDS Bankura district recruitment 2024

ICDS Bankura district Recruitment 2024 Vacancy  Details

পথগুলির বিবরণঃ- বর্তমান বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত সরাসরি নিয়োগের উপযুক্ত পদগুলি সংখ্যা।

পথগুলির অবস্থানঃ- অঙ্গনারী সহায়িকা পদগুলি রানীবাদ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত গুলিতে অবস্থিত। ICDS Bankura district recruitment 2024

গ্রাম পঞ্চায়েতর নামশূন্য পদ
বাঁকুড়া জেলা৫৬১

ICDS Bankura district recruitment 2024 Total Post

BlockTotal Number Post
 Bankura I ICDS Project8
Bankura Urban ICDS Project8
Bankura II ICDS Project39
Barjora ICDS Project17
Chhatna ICDS Project16
Chhatna Addl ICDS Project8
Gangajalghati ICDS Project25
Mejia ICDS Project16
Onda ICDS Project29
Onda Addl ICDS Project22
Saltora ICDS Project38
Khatra I ICDS Project13
Indpur ICDS Project27
Ranibandh ICDS Project35
Ranibandh Addl ICDS Project21
Raipur ICDS Project20
Raipur Addl ICDS Project18
Sarenga ICDS Project16
Simlapal ICDS Project14
Taldangra ICDS Project7
Indas ICDS Project26
Joypur ICDS Project20
Corrigendum Notice for Joypur ICDS Project20
Patrasayer ICDS Project36
Kotulpur ICDS Project22
Sonamukhi ICDS Project40

আবেদনকারিনীর বয়স তারিখে অবশ্যই নির্মম ১৮ বছর থেকে সর্বাধিক ৪৫ বছর মধ্যে হতে হবে

Education Qualification & Age ICDS Bankura district Recruitment 2024

যোগ্যতাবলি
অঙ্গনারী সহায়িকা পদে প্রার্থীদের যে গ্রাম পঞ্চায়েত এলাকার শূন্য পদটি অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনারী সহায়িকা 65 বছর বয়স পূর্ণ হলে, উনি স্বেচ্ছাসেবক মূলক কাজ থেকে তাদের বাধ্যতামূলকভাবে কর্মজীবন অবসান ঘটবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অঙ্গনওয়াড়ি সবাই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন। যাদের বয়স ১৮ বছর থেকে সর্বাধিক ৪৫ বছর তারাই একমাত্র অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। ICDS Bankura district recruitment 2024

অঙ্গনওয়াড়ি সহায়তা পদে সকল প্রার্থীদের নিম্নতম যোগ্যতাঃ- যেকোনো সরকারিভাবে অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তবে উচ্চতরে শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনারী চরকাপদের জন্য আবেদন করতে পারবেন। মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন।

অঙ্গনওয়াড়ি সহায়তা পদে সকল প্রার্থীদের নিম্নতম যোগ্যতাঃ- যেকোনো সরকারিভাবে অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তবে উচ্চতরে শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও অঙ্গনারী চরকাপদের জন্য আবেদন করতে পারবেন। মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। ICDS Bankura district recruitment 2024

প্রশিক্ষণ সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় প্রশিক্ষণ হতে পারে.

নিয়োগ প্রক্রিয়াঃ- আবেদনপত্র যাচাই করনের পর বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থী বাছাই ও প্যানেল তৈরির জন্য ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৯০ নম্বর লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় যেসব বিষয় পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলোঃ-

ICDS Bankura district recruitment 2024 লিখিত পরীক্ষার পাঠক্রম নিম্নরূপ

অঙ্গনওয়াড়ি কর্মী

  • মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখুন (অষ্টম শ্রেণী মান) : পূর্ণমান – ১৫
  • পাটি গণিত অষ্টম শ্রেণী মান : পূর্ণমান – 20
  • পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন রাজ্যের পুষ্টির সংক্রান্ত বিভিন্ন নীতি ০ থেকে ৬ বছর বয়সী শিশুদের টিকাকরণ। : পূর্ণমান – ১৫
  • ইংরেজি ভাষা জ্ঞান প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান অনুবাদ ইত্যাদি (অষ্টম ও নবম শ্রেণীর মান) : পূর্ণমান – 20
  • সাধারণ জ্ঞান : পূর্ণমান – 20

অঙ্গনওয়াড়ি সহায়িকা

  • মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখুন (অষ্টম শ্রেণী মান) : পূর্ণমান – ১৫
  • পাটি গণিত অষ্টম শ্রেণী মান : পূর্ণমান – 20
  • নিরাপদ রন্ধন পদ্ধতি জনসাস্থ্য ও স্বাস্থ্যবিধি : পূর্ণমান – ১৫
  • ইংরেজি ভাষা জ্ঞান প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান অনুবাদ ইত্যাদি (অষ্টম ও নবম শ্রেণীর মান) : পূর্ণমান – 20
  • সাধারণ জ্ঞান : পূর্ণমান – 20

লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে বিজ্ঞপ্তি হবে এবং প্রবেশ পথের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে. ICDS Bankura district recruitment 2024

লিখিত পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা হবে না। লিখিত পরীক্ষার পাস করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন নিম্নতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত হবে । বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নামা অনুসারে নির্বাচক মন্ডলীর অনুমোদন সাপেক্ষে 1:5 অনুপাতে শূন্য পদ সংখ্যা মৌখিক পরীক্ষায় আহবান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে যদি কোন ক্ষেত্রে দেখা যায় একই সাধারণ পথ ভুক্ত দুজন প্রার্থী সংরক্ষণের আওতাভুক্ত দুজন প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে যার বয়স বেশি থাকে অগ্রাধিকার দেওয়া হবে (সরকারি আদেশনামা অনুসারে) ICDS Bankura district recruitment 2024

বাসস্থান সংক্রান্ত শর্তাবলী
বাসস্থান সম্পর্কিত প্রাণস্বরূপ সংশ্লিষ্ট এলাকার সাংসদ সভাপতি, বিধায়ক ,সভাপতি, পঞ্চায়েত সমিতি প্রধান, গ্রাম পঞ্চায়েত, জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক ,মহাকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক যেকোনো একজনের স্বাক্ষরিত শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

জমা দেওয়ার স্থানঃ- শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর কারণ (সি,ডি,পি,ও) রানীবাঁধ আইসিডিসিএস প্রকল্পের অফিসে।

আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে এবং যারা করণীয়ঃ-

  • প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট মূল কপি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • প্রার্থীর বয়স সংক্রান্ত সার্টিফিকেট
  • প্রার্থীর জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেট যা মহকুমা শাসক দ্বারা জারি করা থাকবে
  • সংশ্লিষ্ট শারীরিক বিকলাঙ্গ সংক্রান্ত সার্টিফিকেট।
  • প্রার্থীদের সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি স্ট্যাম্প সাইজ ছবি ( একটি পাসপোর্ট সাই জ ছবি আবেদন পদের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং অন্য দুটি ছবি আবেদন পত্রের সঙ্গে ( আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে))।
  • আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সম্বলিত একটি পাঁচ টাকার ডাকটিকেট সম্বলিত একটি ( 10″ × 8″ ) মাপের খাম।
  • উপরিউক্ত সকল প্রমাণ পত্র ও ঘামসহ আবেদন পত্রটি একটি বড় খামের ভিতরে ভোরে মুখ বন্ধ অবস্থায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক রাণীবাঁধ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া এই ঠিকানায় প্রদান করতে হবে।
  • উক্ত খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে সঠিকভাবে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক।
  • তদুপরি খামের বামদিকে আবেদনকারীর নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহ ঠিকানা অবশ্যই লিখতে হবে।

How to Apply ICDS Bankura Recruitment 2024

  • আবেদন করার জন্য আপনাদের অফিসের ওয়েবসাইটে https:// wbicds.in গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ডাউনলোড option যান এবং অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ।
  • আগে ভালো Full Notificationটি পরুন তারপরে আবেদন করুন।
  • অনলাইনে আবেদন করার আগে আপনাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এবং তারপরে অনলনে টাকা দিন আবেদন ফী।
  • অবশেষে, সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়ে যাই। তার পরে submit করে দিন। তাহলেই আপনার ICDS form fill-up হয়ে যাবে। 

দরখাস্ত পূরণের নিয়মাবলীঃ- বিজ্ঞপ্তি সঙ্গে আবেদন পত্রের নমুনা দেওয়া হল এই নমুনা অনুযায়ী আবেদন করতে হবে মনে মনে আবেদন পত্রের ফটোকপি করে তাতে আবেদন করলে তা রাজ্য করা হবে না উপরুক্ত সম্পন্ন ব্যক্তিটি বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। ICDS Bankura district recruitment 2024

উৎসাহী আবেদনকারীরা সাদা কাগজে নিজস্ব এ দরখাস্ত পূরণ করে অফিসে কাজের দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল তিনটের মধ্যে জমা দিতে হবে। এছাড়া আর কোনোভাবেই আপনাদের ফর্ম জমা দেওয়া যাবে না।

জমা দেওয়ার স্থানঃ- শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর কারণ (সি,ডি,পি,ও) রানীবাঁধ আইসিডিসিএস প্রকল্পের অফিসে।

ICDS Bankura district recruitment 2024 আবেদনপত্র বাতিলের কারণসমূহ:-

1। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় অতিক্রম হওয়ার পর জমা পড়লে আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

2। আবেদনপত্র অসম্পূর্ণ এবং সঠিক নির্দেশ অনুযায়ী না থাকলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য করা হবে।

3। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি আপনারা আবেদনপত্রের সাথে না দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

4। আবেদনকারীর বয়স যদি ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে না হয় তাহলেও আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।

5। একই আবেদনকারী দ্বারা একাধিক আবেদনপত্র জমা করলে একটি মাত্র আবেদন পত্র গৃহীত হইবে বাকি সবগুলোই বাতিল করে দেওয়া হবে।

6। আবেদনপত্রে সাম্প্রতিক কালে তোলা রঙিন ফটো না থাকলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।

7। আবেদনপত্রে এবং ঘোষণা পত্রে আবেদনকারীর স্বাক্ষর সংযুক্ত না থাকলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।

8। উপযুক্ত নথিপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত না থাকলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে ধরা হবে।

9। অন্যান্য যেকোনো অমিল যদি স্কুটির সময় পাওয়া যায় সে ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থী পদ খারিজ হতে পারে। মানে চাকরি পাওয়ার পরেও যদি আপনি আপনার ডকুমেন্টে কিছু ভুল ধরা পড়ে তাহলে আপনার চাকরি চলে যাবে।

10। অসম্পূর্ণ আবেদন পত্র সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।

11। ফটো , শংসাপত্র , ডাকটিকিট যুক্ত খাম, ইত্যাদি না থাকলে এবং অপসম্পন্ন ও অপরিচ্ছন্ন দরখাস্ত সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।

ICDS Bankura district recruitment 2024 সাধারণ শর্তাবলী :-

1। প্যানেল নাম নথিভুক্ত হওয়ায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি নিশ্চয়তা নয়।

2। অঙ্গনওয়াড়ি সরকার পদে সরকারি চাকরি এটি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবক মূলক এবং অস্থায়ী পদের চাকরি।

3। প্রত্যেক প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষা উভয়ই উপস্থিত থাকা বাধ্যতামূলক একটি তার পার্থিবদ বাতিল বলিয়া গণ্য করা হবে।

4। আবেদনপত্র যাচাই এবং পরীক্ষার পর বৈধ আবেদনকারীর নাম অফিসিয়াল ওয়েবসাইটে এবং সিডিপিও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত করা হবে। আপনারা সেই জায়গা থেকেই আপনাদের নাম ফাইনাল প্যানেলে আছে কিনা তা দেখে নিতে পারবেন।

5। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি অফিশিয়াল ওয়েবসাইটে এবং সিডিপিও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা সিডিপিও নোটিশ বোর্ড রয়েছে তা খেয়াল করুন। ICDS Bankura district recruitment 2024

6। সমস্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় যাচাই করা হবে আপনি যদি আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস মৌখিক পরীক্ষার সময় না নিয়ে যান তাহলে আপনাকে মৌখিক পরীক্ষাতে বসতে দেওয়া হবে না।

7। কোন TA / DA লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য দেওয়া হবে না।

8। নিউ প্রক্রিয়া চলাকালীন কোন প্রার্থী উত্তীর্ণতা সম্পন্নরূপে স্থায়ী এবং উল্লেখিত সত্যাবলী সাপেক্ষ।

9। যেকোনো সময়ে পরীক্ষার ধরন পরিবর্তন অথবা ইন্টারভিউ করুন অথবা নিয়োগ প্রক্রিয়াটির কোন ধাপ বা অথবা সমুদ্র প্রক্রিয়াটি বাতিলকরনের অধিকার সম্পূর্ণ রূপে কমিটির হাতে ন্যাস্ত থাকবে।

10। সরকারি নির্দেশ ও আইন অনুযায়ী সংরক্ষিত সংখ্যা পরিবর্তিত হতে পারে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এই নিযুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের সংশ্লিষ্ট সকল আদর্শ এবং সংরক্ষণের ক্ষেত্রে ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত সরকারি আদেশ নামা প্রযোজ্য।

ICDS Bankura Recruitment 2024 Important Date

  1. অনলাইন আবেদন শুরু: ২৫-০৭-২০২৪
  2. অনলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ: ১৬-০৮-২০২৪
  3. ফি প্রদানের শেষ তারিখ: ১৬-০৮-২০২৪
  4. অফলাইনে ফি প্রদানের শেষ তারিখ: ১৮-০৮-২০২৪
  5. পেমেন্ট চালান তৈরির শেষ তারিখ: ১৯-০৮-২০২৪

Application Fee & Pay Scale ICDS Bankura district Recruitment 2024

বেতনঅঙ্গনওয়াড়ি কর্মী (AWW) বেতন: Rs.4500 থেকে Rs.4500/- প্রতি মাসে।

অঙ্গনওয়াড়ি হেল্পার (AWH) বেতন: প্রতি মাসে 2200 টাকা থেকে 4550/- টাকা।
ফি প্রদান ₹ ১০০ টাকা SC/ ST/ OBC ₹৫০ টাকা

ICDS Bankura district recruitment 2024 অফিসের ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্র সম্পর্কিত বিষয়ে যে কোন তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন পত্রের একটি প্রিন্ট কপি ভবিষ্যৎ প্রয়োজন এর জন্য সংরক্ষিত করে রাখুন।
অফলাইনে বা অফিসে গিয়ে আবেদন পত্র জমা দিলে তার কোনভাবেই গ্রাহ্য করা হবে না

Important Link ICDS Bankura district Recruitment 2024

Official NoticeClick Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here

আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখবেন। অফিসিয়াল নোটিশটি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অঙ্গনারী কর্মী হিসেবে যোগদান করবেন.

ICDS Bankura district recruitment 2024

অঙ্গনওয়াড়ি স্বরূপা পদের জন্য আবেদন পত্রের বয়ান

ICDS Bankura district recruitment 2024

Leave a Comment