এতদ্বারা বাহিরী পাঁশোয়া গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর দলের স্থানীয় স্বনির্ভর দলকে জানানো যাচ্ছে যে,
পাঁশোয়া গ্রামের পাঁশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ সংলগ্ন যুবদের হোস্টেলে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ১১/০৮/২০২৫, বিকেল ৪:০০ টা পর্যন্ত।
ইন্টারভিউ (Interview):
তারিখ: ১৩/০৮/২০২৫, সময়: সকাল ১০:০০ টা
স্থান: বোলপুর ব্লক অফিস (Training Hall)
স্বনির্ভর দলের সমস্ত সদস্যকে নিদিষ্ট তারিখে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
Read More:- আশাকর্মী নিয়োগ ২০২৫
শূন্যপদের বিবরণ (Vacancy Details): hostel
| Sl. No | পদ (Post) | শূন্যপদ (Vacancy) |
|---|---|---|
| ১ | Caretaker | ০১ |
| ২ | Cook | ০১ |
| ৩ | Helper | ০১ |
| ৪ | Night Guard | ০১ |
| ৫ | Cleaner/পরিচ্ছন্ন | ০১ |
নির্বাচিত হওয়ার যোগ্যতা (Eligibility Criteria):
১. অবশ্যই বাহিরী পাঁশোয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। hostel
- পাঁশোয়া গ্রামের পাঁশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ সংলগ্ন যুবদের হোস্টেলের ১০০ মিটারের মধ্যে অবস্থানকারী হলে অগ্রাধিকার পাবে।
২. Grade-A উপভোক্তা না থাকলে Grade-B উপভোক্তা আবেদন করতে পারবে।
৩. স্বনির্ভর দলের সদস্য বা সদস্যার সন্তান/এ বিদ্যাপীঠের ছাত্র/ছাত্রী হলে অগ্রাধিকার পাবে।
৪. Caretaker পদের জন্য:
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
৫. স্বনির্ভর দলের ২ সদস্য বা তার বেশি সদস্য থাকলে উচ্চ মাধ্যমিক পাশ অগ্রাধিকার পাবে।
৬. স্বনির্ভর দলের ঋণ পরিশোধকারী সদস্য অগ্রাধিকার পাবে।
