WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

WB ICDS- Anganwadi Worker Recruitment 2024 – Nadia এতদ্বারা জানানো যাচ্ছে যে নদিয়া সমস্ত জেলায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র নদিয়া সমস্ত জেলায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের এলাকায় কেবলমাত্র মহিলা প্রার্থী আবেদনকারীদের নিকট হইতে শর্তে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।

  • থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং নদিয়া সমস্ত জেলায় পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক।
  • এই নিয়োগ সম্পন্নরূপে স্বেচ্ছাসেবক মূলক।
  • এই কাজে নিযুক্ত কর্মী কোনমতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না।
  • অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সামানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সামানিক ভাতার পরিমাণ মাসিক 4 হাজার 500 টাকা ও অতিরিক্ত সম্মানিক ভাতার পরিমান মাসিক 5000 টাকা। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia
  • আবেদন শুধুমাত্র Offline করা যাবে।

সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

পঞ্চায়েত / পৌরসভা শূন্যপদ
রানাঘাট এক নম্বর৫ টি
তেহট্র ১১৫ টি
করিমপুর ১৯ টি
চাপরা২৩ টি
নাকাশিপাড়া৭ টি
টোটাল পোস্ট ৫৯ টি

আবশ্যিক শর্তাবলী

আবেদনকারীনীর বয়স: – বিক্ষিপ্ত প্রকাশের তারিখ ২১/৮/২০২৪ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ এর বছরের মধ্যে হতে হবে এই সত্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড বা স্বীকৃত ভোট প্রত্যেক প্রদত্ত দশম শ্রেণী পাস শংসাপত্রে লিখিত বয়সের ক্ষেত্রেই সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

নিম্নতম শিক্ষাগত যোগ্যতা:- অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত ভোট থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে এটি সমস্ত প্রকারের প্রযোজ্য হবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

স্থায়ী বাসিন্দা:- কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক এই পদে আবেদনকারীকে নদিয়া সমস্ত জেলায় আইসিডিএস প্রকল্প এলাকার অর্থাৎ নদিয়া সমস্ত জেলায় পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। নদিয়া সমস্ত জেলায় পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা আবেদনকারী দায়ী নদিয়া সমস্ত জেলায় আইসিডিএস প্রকল্পে ঘোষিত শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। স্থায়ী বাসিন্দা সংসারপত্র প্রমাণ হিসেবে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্স দিতে পারেন বা আপনার কাছে যা-ই থাকবে ডকুমেন্টস থাকুক না কেন তার অরজিনাল ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে সরাসরি আপনারা গিয়ে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েত পৌরসভা বা জেলা শাসকের থেকেও কিন্তু নিয়ে আসতে পারেন সেটা দিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

নিয়োগ পদ্ধতি:- সকল আবশ্যিক সত্তা পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারী নিদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান ১০০ । প্রথমে ৯০ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে, মৌখিক পরীক্ষা ১০ নম্বরের হবে, কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় নির্মম ৩০ নম্বর পেলে তবেই সে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাই করবেন। এই সপ্তা বলি সকল শ্রেণীর যথা সাধারন তপশিলি জাতি তপসালি উপজাতি প্রবিসি এ ওবিসিডি ই ডব্লু বি এস প্রতিবন্ধী সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মৌখিক পরীক্ষা তে পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই পাখি অযোগ্য বলে বিবেচিত হবে না মৌখিক পরীক্ষাতে কোন কোয়ালিফাই মার্কস নেই প্যানেল প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বর বিবেচনা করা হবে এবং তার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে যদি কোন ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণী ২ বা ততদিন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নামে অনুসারে কর্তৃপক্ষ ১:৫ অনুপাতে মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

লিখিত পরীক্ষার পাঠ্যক্রম:-

  1. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখতে হবে মা ও শিশু স্বাস্থ্য বিষয় দশম শ্রেণীর পূর্ণমান ১৫
  2. পাটিগণিত দশম শ্রেণীর পূর্ণমান ২০
  3. পুষ্টি জনসাস্থ্য ও নারীদের অবস্থান রাজ্য স্বাস্থ্য নীতি পুষ্টি ও শূন্য থেকে ছয় বছরে টিকা করেন পূর্ণমান ১৫
  4. ইংরেজি ভাষা পূর্ণমান ২০
  5. সাধারণ জ্ঞান পূর্ণমান ২০
  6. সর্বমোট নম্বর ৯০

কর্মক্ষেত্র:- আবেদনকারীনি যদি কর্মী পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েত সমিতি অন্তর্ভুক্ত যেকোনো গ্রাম পঞ্চায়েতে কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

প্রশিক্ষণ:- কাজ সংক্রান্ত যেকোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গে যে কোন জায়গায় প্রশিক্ষণ হতে পারে।

অবসরকালীন বয়স:- বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি অঙ্গনারী কর্মী ৬৫ বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবক মূলক কর্মজীবনের অবসান ঘটবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

আবেদনপত্র জমা সংক্রান্ত নির্দেশাবলী ও সময়সীমা:-
আবেদনকারীদের অবশ্যই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা করতে হবে অনলাইন আবেদন করার ওয়েবসাইট https://wbicds.in/
সরাসরি ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে আবেদন-গ্রাহ্য হবে না বাতিল বলে গণ্য হবে।

Offline আবেদন জমা করার শুরুর তারিখ ১৪-৮-২০২৪ বেলা ১১ টা থেকে।
Offline আবেদন জমা করার শেষ তারিখ ১৩-৯-২০২৪ বিকেল ৪টা পর্যন্ত।

পূরণ করা আবেদন পত্রটি অবশ্যই প্রার্থী ধারা স্বাক্ষরিত হতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত অনন্য ১৩ সেমি লম্বা ও ১০ সেমি চওড়া মাপের দুটি খাম জমা দিতে হবে

আপনি যে পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে রয়েছেন সেই জাগ্বা পৌরসভার যেই কার্যালয় রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে এই আবেদন পত্রটি।

উপরে উল্লেখিত শেষ তারিখ ও সময়সীমার পরে কোন আবেদন জমা দেওয়া যাবে না যেহেতু সার্ভার বন্ধ হয়ে যাবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

একজন পাত্রীকে আবেদন করার পূর্বেই প্রথমে তার মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীর মোবাইল নম্বরে নিরবৃত্তি করনের জন্য পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যেহেতু পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ডাউনলোড ইত্যাদি এই পাসওয়ার্ড দিয়ে হবে পাসওয়ার্ড ৩ বার বেশি রিসেট করা যাবে না প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অব্দি মোবাইল নম্বর সচল রাখতে হবে কারণ উক্ত মোবাইল নম্বর নিয়োগ প্রক্রিয়া সংঘাসঙ্গে সমস্ত তথ্য এবং মোবাইল নম্বরের প্রয়োজনে পরীক্ষার সম্ভাবিত এসএমএস পাঠানো হবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

অনলাইন দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের জেরক্স কপি ওয়েব সাইটে আপলোড করতে হবে।

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দা জেরক্স কপি
  • জাতিগত শংসাপত্র
  • প্রতিবন্ধী শংসাপত্র
  • EWS ডব্লিউ এস আর্থিকভাবে দুর্বল শ্রেণি।
WB ICDS - 834 Anganwadi Worker Recruitment 2024 - Paschim bardhaman

উপরোক্ত শংসাপত্র সমূহ আবেদন পত্রের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে অন্যান্য তথ্যাদি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে এবং এই সংক্রান্ত শংসাপত্র আপলোড করা যাবে। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারী নিয়ে রঙিন পাসপোর্ট মাপের ছবি এই ছবিতে অন্তর তিনটি কপি প্রার্থীর নিজস্ব নিরাপদ হেফাজতে রাখতে হবে। যা পরে যা হতে পারে এই পাসপোর্ট মাপে ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে প্রার্থীর মুখ কোন প্রকার ছায়ায় এসে পড়লে চলবে না চশমা থাকতে পারে তবে চোখ স্পষ্ট দৃশ্যমান হতে হবে WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

WB ICDS - Anganwadi Worker Recruitment 2024 - Nadia

নীল /কালো কালিতে আবেদন কাহিনী নামের সম্পূর্ণ স্বাক্ষর আপলোড করতে হবে।

WB-ICDS-Recruitment-GUIDELINE-FOR-SIGNATURE

সফল আবেদনকারিনের প্রার্থীকে তার আবেদন পত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড ও প্রিন্ট করে ভবিষ্যৎ প্রয়োজন এর জন্য সংরক্ষণ করতে হবে

রচনা লিখুন মাতৃভাষায় লিখতে হবে আবেদন পত্রে প্রার্থীকে প্রশ্নপত্রের ভাষা চয়ন করতে হবে WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

সঠিক দরখাস্ত কারিনীদের তালিকা ও বাতিল দরখাস্তকারীদের তালিকা উপরোক্ত ওয়েবসাইটে পেয়ে যাবেন

লিখিত পরীক্ষার তারিখ স্থান ও সময় উপরোক্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে উপযুক্ত সময় জানানো হবে উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রার্থীকে নিজেকেই ডাউনলোড করে রঙিন প্রিন্ট আউট নিতে হবে।

লিখিত পরীক্ষার বসায় নিয়মাবলী:-

  • প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র উপরোক্ত ওয়েবসাইট থেকে পাত্তি কে নিজেকেই ওয়েবসাইটেতে প্রকাশিত নির্ধারিত সময়সীমার মধ্যে ডাউনলোড করতে হবে । পাখিরে রঙিন প্রিন্ট আউট নিতে হবে এক্ষেত্রে কোন প্রার্থীকে আলাদাভাবে কোন এডমিট কার্ড পাঠানো হবে না।
  • প্রবেশপত্রে লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র সময় সংক্ষিপ্ত নিয়মাবলী ইত্যাদি সম্পর্কিত সকল তথ্য থাকবে।
  • পরীক্ষা কেন্দ্রে কোন রকমের মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর ইত্যাদি ইলেকট্রনিক বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না।
  • প্রার্থী তথা আর পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে নীল বা কালো ব্লগপেন নিজেকেই আনতে হবে।
  • যেমন সম্পূর্ণ সই আবেদন করার সময় দাখিল অর্থাৎ আপলোড করা হয়েছিল অনুরূপ সই পরীক্ষার হলে তাকে করতে হবে পরীক্ষার কেন্দ্রে আগত প্রার্থীর সই আপলোড করার সইয়ের সঙ্গে না মিললে বা ছবি দেখে সন্দেহ হলে সেই প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রতিপক্ষ পরীক্ষায় বসা থেকে বিরত করতে পারবেন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নথি সমূহের তালিকা:-
মৌখিক পরীক্ষার পূর্বে সকল লতি বা প্রমাণপত্রের আসল দাখিল করতে হবে ও জেরক্স জমা করতে হবে WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

  • বয়সে প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • তাই বাসিন্দার শংসাপত্র
  • জাতিগত সংসদপ্রাপ্ত যদি থাকে
  • EWS আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সংসার পত্র
  • প্রতিবন্ধী সংসার পত্র।

আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটা রয়েছে সেটাকে নিতে পারেন বা নিচে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করুন আপনারা অফিসিয়াল যেই নোটিশটা রয়েছে সেটাকে দেখতে পারেন। WB ICDS – Anganwadi Worker Recruitment 2024 – Nadia

Official NotificationClick Here
Official Website Click Here
More JobClick Here
Join TelegramClick Here

পশ্চিমবঙ্গে ICDS-এর যোগ্যতা কী?

অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত ভোট থেকে ক্লাস এইট বা সমতুল্য পাস হতে হবে এটি সমস্ত প্রকারের প্রযোজ্য হবে WB ICDS

পশ্চিমবঙ্গে ICDS আবেদনের শেষ তারিখ কত?

Offline আবেদন জমা করার শুরুর তারিখ ১৪-৮-২০২৪ বেলা ১১ টা থেকে।
Offline আবেদন জমা করার শেষ তারিখ ১৩-৯-২০২৪ বিকেল ৪টা পর্যন্ত।

আইসিডিএস কি কেন্দ্রীয় সরকারের চাকরি?

এটি একটি কেন্দ্রীয় স্পনসর প্রকল্প

অঙ্গনওয়াড়ি কি ভারতে স্থায়ী চাকরি?

এই নিয়োগ সম্পন্নরূপে স্বেচ্ছাসেবক মূলক।
এই কাজে নিযুক্ত কর্মী কোনমতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না।

Leave a Comment