WB ICDS Bankura Recruitment 2024 | Bankura Anganwadi Recruitment 2024

WB ICDS Bankura Recruitment 2024:- পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী শূন্য পদ পূরণের জন্য প্যানেল তৈরির উদ্দেশ্যে বাঁকুড়া এক নম্বর আইসিডিসিএস প্রকল্পে বর্তমানে কর্মরতা ও নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন অঙ্গনারী সহায়িকার দের কাছ থেকে দরখাস্ত দেওয়ার আহ্বান করা হচ্ছে যারা অঙ্গনারী সহায়িকা পদে রয়েছেন এবং আপনারা চাইছেন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিযুক্ত হতে তারাই এই পদোন্নতির জন্য ফরম ফিলাপ করবেন বাদবাকি কেউ করবেন না।

WB ICDS Bankura Recruitment 2024 যোগ্যতাবলী

1. প্রাপ্তিকে অবশ্যই বাঁকুড়া এক নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে
2. পাত্রীর নিম্নতম পাঁচ বছর নীল বিচ্ছিন্নভাবে বাঁকুড়া এক নম্বর আইসিডিসিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
3. প্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
4. বয়স কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা হিসাব করতে হবে ০১/০২/২০২৪ তারিখ অনুযায়ী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Bankura Recruitment 2024 দরখাস্ত পূরণের নিয়মাবলী

বিজ্ঞপ্তির সঙ্গে আবেদন পত্রের নমুনা দেওয়া হলো এই নমুনা অনুযায়ী আবেদন করতে হবে নমুনা আবেদন পত্রের ফটোকপি করে তাতে আবেদন করলে তা কার্য করা হবে না উপরোক্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া হলো অবশ্যই আপনারা বাঁকুড়া জেলার যেই অফিসের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সম্পন্ন দেখে নেবেন।

উৎসাহী সহায়িকা গন নিজ হাতে এই দরখাস্ত পূরণ করে অফিসে সরকারি ছুটি বাদে যেদিন অফিস খোলা থাকবে সেই দিনগুলোর মধ্যে ০৫/০২/২০২৪ থেকে আগামী ১৯/০২/২০২৪ তারিখের মধ্যে সকাল 11 টা থেকে বিকেল তিনটের মধ্যে আপনাদের আবেদনপত্র টি সম্পূর্ণ নির্ভুলভাবে অফিসে জমা দিতে হবে।

WB ICDS Bankura Recruitment 2024 জমা দেওয়ার স্থান

শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসে বাঁকুড়া এক নম্বর আইসিডিসিএস প্রকল্পের অফিসে গিয়ে আপনাকে নিজেকেই এই ফর্মটি জমা দিতে হবে আপনার ফর্ম যদি অন্য কেউ নিয়ে যায় সেটা কিন্তু নাও নেওয়া হতে পারে তো অবশ্যই নিজ হাতে নিজের ফর্ম জমা দেবেন নতুবা ফ্রম বাতিল হয়ে যাওয়ার চান্স থাকবে অনেকটাই।

দরখাস্ত সঙ্গে যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এবং যা করণীয়
✔ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ পত্রের জেরক্স কপি
✔ বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সঠিক জেরক্স দিতে হবে
✔ স্থায়ী পঞ্চায়েত প্রধান বিডিও বাঁকুড়া এক নম্বর ব্লক সভাপতি বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী বিধায়ক বা মহাকুমার শাসকের দেওয়া বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্রের জেরক্স দিলে গ্রাহ্য করা হবে না আপনাদের দেওয়া অরজিনাল বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্রটি জমা দিতে হবে WB ICDS Bankura Recruitment 2024
✔ দরখাস্তের আছে নির্দিষ্ট জায়গায় সাঠা নিজের সাম্প্রতিককালের একটি পাসপোর্ট সাইজের ছবি অতিরিক্ত আরও একটি ছবি জমা দিতে হবে ও তার পিছনে নিজের স্বাক্ষর করে দিতে হবে।
✔ নিজের নাম ঠিকানা লেখা ও ৫ টাকার মূল্যের একটি ডাক টিকিট যুক্ত একটি খাম দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে।
✔ তপশিলি জাতি তপশিলি উপজাতি যদি সার্টিফিকেট আপনাদের থেকে থাকে তাহলে প্রত্যায়িত শংসাপত্রের প্রতিলিপি যাহা মহকুমা শাসক দ্বারা জারি করা হয়েছে সেটিও আপনাদের official যেই ফর্মটি থাকবে তার সঙ্গে সেটি দিতে হবে।
✔ নিজের হাতে পূরণ করা দরখাস্ত এবং উপরে উল্লেখিত সমস্ত নথিপত্র একটি খামে ভরে অফিসে জমা দিয়ে যেতে হবে

খামের উপর লিখতে হবে WB ICDS Bankura Recruitment 2024
অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন যে গ্রাম পঞ্চায়েতে ও যে কেন্দ্রে বর্তমানে সহায়িকা হিসেবে কর্মরত আছেন তার নাম ও কেন্দ্রের কোড নম্বর জমা দেওয়া খামের উপর লিখে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া
আবেদন পত্র যাচাই করনের পর বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থী বাছাই ও প্যানেল তৈরির জন্য মোট ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। 35 নম্বর লিখিত পরীক্ষা 5 নম্বরের মৌখিক পরীক্ষা এবং কাজের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর।

WB ICDS Bankura Recruitment 2024 লিখিত পরীক্ষার বিষয় নিম্নরূপ

পাটিগণের ১০ নম্বরের
ইংরেজি ১০ নম্বরের
পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয়১০ নম্বরের
সাধারণ জ্ঞান৫ নম্বরের
টোটাল ৩৫ নম্বর।

WB ICDS Bankura Recruitment 2024 আবেদনপত্র বাতিলের কারণসমূহ:-
1। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় অতিক্রম হওয়ার পর জমা পড়লে আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।
2। আবেদনপত্র অসম্পূর্ণ এবং সঠিক নির্দেশ অনুযায়ী না থাকলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য করা হবে।
3। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি আপনারা আবেদনপত্রের সাথে না দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে।
4। আবেদনকারীর বয়স যদি ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে না হয় তাহলেও আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।
5। একই আবেদনকারী দ্বারা একাধিক আবেদনপত্র জমা করলে একটি মাত্র আবেদন পত্র গৃহীত হইবে বাকি সবগুলোই বাতিল করে দেওয়া হবে।
6। আবেদনপত্রে সাম্প্রতিক কালে তোলা রঙিন ফটো না থাকলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।
7। আবেদনপত্রে এবং ঘোষণা পত্রে আবেদনকারীর স্বাক্ষর সংযুক্ত না থাকলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।
8। উপযুক্ত নথিপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত না থাকলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে ধরা হবে।
9। অন্যান্য যেকোনো অমিল যদি স্কুটির সময় পাওয়া যায় সে ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থী পদ খারিজ হতে পারে। মানে চাকরি পাওয়ার পরেও যদি আপনি আপনার ডকুমেন্টে কিছু ভুল ধরা পড়ে তাহলে আপনার চাকরি চলে যাবে।
10। অসম্পূর্ণ আবেদন পত্র সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।
11। ফটো , শংসাপত্র , ডাকটিকিট যুক্ত খাম, ইত্যাদি না থাকলে এবং অপসম্পন্ন ও অপরিচ্ছন্ন দরখাস্ত সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Bankura Recruitment 2024 সাধারণ শর্তাবলী :-
1। প্যানেল নাম নথিভুক্ত হওয়ায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি নিশ্চয়তা নয়।
2। অঙ্গনওয়াড়ি সরকার পদে সরকারি চাকরি এটি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবক মূলক এবং অস্থায়ী পদের চাকরি।
3। প্রত্যেক প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষা উভয়ই উপস্থিত থাকা বাধ্যতামূলক একটি তার পার্থিবদ বাতিল বলিয়া গণ্য করা হবে।
4। আবেদনপত্র যাচাই এবং পরীক্ষার পর বৈধ আবেদনকারীর নাম অফিসিয়াল ওয়েবসাইটে এবং সিডিপিও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত করা হবে। আপনারা সেই জায়গা থেকেই আপনাদের নাম ফাইনাল প্যানেলে আছে কিনা তা দেখে নিতে পারবেন।
5। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি অফিশিয়াল ওয়েবসাইটে এবং সিডিপিও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা সিডিপিও নোটিশ বোর্ড রয়েছে তা খেয়াল করুন।
6। সমস্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় যাচাই করা হবে আপনি যদি আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস মৌখিক পরীক্ষার সময় না নিয়ে যান তাহলে আপনাকে মৌখিক পরীক্ষাতে বসতে দেওয়া হবে না।
7। কোন TA / DA লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য দেওয়া হবে না।
8। নিউ প্রক্রিয়া চলাকালীন কোন প্রার্থী উত্তীর্ণতা সম্পন্নরূপে স্থায়ী এবং উল্লেখিত সত্যাবলী সাপেক্ষ।
9। যেকোনো সময়ে পরীক্ষার ধরন পরিবর্তন অথবা ইন্টারভিউ করুন অথবা নিয়োগ প্রক্রিয়াটির কোন ধাপ বা অথবা সমুদ্র প্রক্রিয়াটি বাতিলকরনের অধিকার সম্পূর্ণ রূপে কমিটির হাতে ন্যাস্ত থাকবে।
10। সরকারি নির্দেশ ও আইন অনুযায়ী সংরক্ষিত সংখ্যা পরিবর্তিত হতে পারে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এই নিযুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের সংশ্লিষ্ট সকল আদর্শ এবং সংরক্ষণের ক্ষেত্রে ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত সরকারি আদেশ নামা প্রযোজ্য।

Official NoticeClick Here
Apply OnlineClick Here

WB ICDS Bankura Recruitment 2024 Wb icds bankura recruitment 2024 result Wb icds bankura recruitment 2024 official website Wb icds bankura recruitment 2024 notification Wb icds bankura recruitment 2024 last date Wb icds bankura recruitment 2024 date Wb icds bankura recruitment 2024 apply online Wb icds bankura recruitment 2024 apply www.bankura.nic.in recruitment

Leave a Comment