WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

WB ICDS Paschim Bardhaman Recruitment 2024 এতদ্বারা জানানো যাচ্ছে যে জামুরিয়া দু’নম্বর গ্রাম সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পথ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র জামুরিয়া 2 নম্বর গ্রামীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অধীনস্থ যে সকল শহীদ কারা নিম্নতম 5 বছর নিয়ে বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তাদের থেকে নিম্নলিখিত স্বার্থে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে। এই নিজেরটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবক মূলক এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য করা হবে না । অঙ্গনারী কর্মীদের সরকারি অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সামনে ভাতা পরিমান মাসিক ৪৫০০ টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশ টাকা। Memo No:- ICDS/JM2

WB ICDS Paschim Bardhaman Recruitment 2024 শূন্য পদ

শূন্য পদের বিবরণ এবং সংরক্ষণ বিন্যাস:
বর্তমানে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী শূন্য পদের সংখ্যা ১৭ টি

শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস (৫০ পয়েন্ট রেজাল্ট অনুযায়ী)

সংরক্ষিত12 টি
তপশিলি জাতি 05 টি
তপশিলি উপজাতি00 টি
মোট শূন্য পদ17 টি

WB ICDS Paschim Bardhaman Recruitment 2024 আবশ্যিক শর্তাবলী

শিক্ষাগত যোগ্যতা

1। বিদ্যুতি প্রকাশের তারিখে যে কোন সরকারি স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে নিম্নতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে সকল শ্রেণীর ক্ষেত্রে আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট বোর্ডের সরকার স্বীকৃতি ও বৈধতার প্রমাণপত্র আবেদনকারীকেই অফিসে জমা করতে হবে।

2। আবেদনকারী নেই সহায়িকা যদি নিন্মুক্ত সময় সহায়িকা পদে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তবে তা অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না। WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

3। 19-9-2013 এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন এবং সহায়িকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের দশম শ্রেণী পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রদান না করে তাহলে পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদন পত্র বিবেচিত হবে না। 19-9-2013 তারিখের পরে সরকার পদে যোগদান করে থাকলে তাদের ক্ষেত্রে উচ্চতরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে তা বিবেচিত হবে
বয়স:- ১৯-৭-২০২৪ তারিখে ভিত্তি করে প্রত্যেকবার থেকে ষাট বছর পর্যন্ত।

তাই বাসস্থান সংক্রান্ত সত্য কর্মী পদে আবেদনকারী কে অবশ্যই জামুরিয়া ২ নম্বর গ্রামে আইসিডিএস প্রকল্প এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

অভিজ্ঞতা ১৯-০৭-২০২৪ তারিখে ভিত্তি করে অভিজ্ঞতা নিউকন করা হবে।

পরীক্ষা সকল আবশ্যিক স্বার্থ পূরণের সাপেক্ষে বন্ধু আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।

সহায়িকা পথ থেকে কবি পদে পদোন্নতির জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে ৫০ নম্বরের এই ৫০ নম্বরে পরীক্ষার কি ধরনের সিলেবাস হবে তা নিচে দিয়ে দেওয়া হলো।

অভিজ্ঞতার জন্য ১০ নম্বর আট বছর বা তার উর্ধ্বে নির্বাচিত পদে কাজ করলে পাঁচ নম্বর এবং ১১ বছর বা তার উর্ধ্বে বিচ্ছিন্নভাবে সরকার বলে কাজ করলে দশ নম্বর। WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

লিখিত পরীক্ষা মাল্টিপল টাইপ অবজেক্টিভ কোশ্চেন টোটাল ৩৫ নম্বরের হবে। WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

1। গণিত অষ্টম শ্রেণী মান ১০ নম্বর
2। ইংরেজি ভাষা অষ্টম শ্রেণীর মান ১০ নম্বর
3। পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থান দশ নাম্বার ।
4। সাধারণ জ্ঞান ৫ নাম্বার
5। মৌখিক পরীক্ষা ৫ নম্বর।

লিখিত পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপ্যাথি টাইপ অবজেক্টিভ কোশ্চেন ভিত্তিক লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন নির্মতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ও একটানা কাজের অভিজ্ঞতা নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

সংরক্ষণ সংক্রান্ত সত্যাবলী
সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট জাতি শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে আবেদনপত্রের সাথেই উক্ত শংসাপত্রের সব প্রত্যাহিত প্রতিলিপি জমা দিতে হবে আবেদন পত্রের সাথে উক্ত শংসাপত্রের সম্পত্তিত প্রতিলিপি জমা না দেওয়া হলে ওই প্রার্থীকে সংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে। WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ
বিজ্ঞপ্তি সাথে যুক্ত আবেদন পত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদন পত্র জামুরিয়া ২ নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পোস্ট অফিস জামুরিয়া জেলা পশ্চিম বর্ধমান এর কার্যালয় 19-7-2014 থেকে 9-8-2024 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন এবং শনি ও রবিবার বাদে বেলা 11 টা থেকে বিকেল তিনটে অব্দি ফিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে।: আবেদন পত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা সহজ লিখতে হতে হবে আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ এবং প্রকল্প আধিকারিকের করনে দেখতে পাওয়া যাবে পূরণ করা আবেদন পত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে । WB ICDS Paschim Bardhaman Recruitment 2024

৯-৮- ২০২৪ তারিখ বিকেল তিনটের পর আর কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না ডাক যোগে প্রাপ্ত আবেদন পত্র কোনোমতে রাজ্য করা হবে না এবং অনুরূপ সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদন পত্র ভিত্তিতে লিখিত পরীক্ষা প্রবেশপত্র প্রদান করা হবে। আবেদন পত্রের কোন স্বাক্ষরিত পরিবর্তন রাজ্য করা হবে না এবং জমা দেওয়া আবেদন পত্র কোন পরিবর্তনে অনুরোধ গাচ্ছো না।

মুখ বন্ধ করা খামের উপর যা যা লিখতে হবে:-
উপরে লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদন পত্র।
তার নিচে লিখতে হবে বিজ্ঞপ্তিটি স্মারক সংখ্যা ও তারিখ
এছাড়া লিখতে হবে
আবেদনকারীনির নাম
যে কেন্দ্রে সহায়িকা তার নাম ও নম্বর এগারো সংখ্যার কোড নম্বর
আবেদনকারীদের বাসস্থান এবং গ্রাম পঞ্চায়েতের নাম

WB ICDS Paschim Bardhaman Recruitment 2024 আবেদন পত্রের সাথে যে সমস্ত প্রমাণপত্র দিতে হবে

তিনটি সাম্প্রতিক কালার পাসপোর্ট সাইজের ছবি একটি ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে অপর দুটি ছবি খামের মধ্যে থাকবে। বয়সের প্রমাণ স্বরূপ দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা শংসাপত্রের জেরক্স দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র আসল কপি দিতে হবে। স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য সভাপতি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সংশ্লিষ্ট এলাকার আধিকারিক বিধায়ক জেলা শাসক পশ্চিম বর্ধমান অতিরিক্ত জেলা শাসক পশ্চিম বর্ধমান মহকুমা শাসক আসানসোল পশ্চিম বর্ধমান সমষ্টি উন্নয়ন আধিকারিক জামুরিয়া ব্লক সভাপতি জামুরিয়া গ্রাম পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদত্ত সংশয় বৈধ বলে গণ্য হবে এক্ষেত্রে উক্ত শংসাপত্র জেরক্স গ্রহণ করা হবে না।

নিম্নতম দশম শ্রেণী এবং সর্বাধিক শিক্ষার শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রে জেরক্স । জেলাশাসক অতিরিক্ত জেলা শাসক মহাকুমা শাসক প্রদত্ত জারি শংসাপত্রের জেরক্স। সহায়িকা পদে যোগদানের নিয়োগ পত্র এবং যোগদান পত্র।

কোন ভুল বা অসংগত তথ্য দিলে উপরোক্ত সত্য লংঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এই বিষয়ে কোন কারণ দর্শানো হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় শংসাপত্র আসন দাখিল করতে হবে এবং এক্ষেত্রে সঠিক শংসাপত্র দেখাতে না পারলে মৌখিক পরীক্ষায় প্রফেশন অধিকার দেওয়া হবে না।

পরীক্ষার কেন্দ্র উপস্থিতি হওয়ার জন্য কোন গাড়ি ভাড়া বা এরূপ যাবতীয় কোন খরচা কার্যালয় বহন করবে না
যদি প্রমাণিত হয় কোন পাত্তাই তার নিয়োগ পরীক্ষার সময় অসাধু উপায় অবলম্বন করেছে তাহলে তার পাত্তিপদ বাতিল বলে গণ্য হবে।

WB ICDS Paschim Bardhaman Recruitment 2024 যারা যারা এই অঙ্গনারী সরকার পদে প্রমোশন চাইছেন তারা কিন্তু অবশ্যই নিজ নিজ কে শিশু শিক্ষা কেন্দ্র গুলো রয়েছে সেই কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকদিনই কিন্তু কোনো না কোনো কেন্দ্র থেকে নতুন নতুন নোটিশ পেরিয়ে আসে যেগুলো হয়তো আপনাদের পক্ষে জানা অসম্ভব তাই অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী শিশু বিকাশ কেন্দ্র গুলি ভিজিট করবে। এবং আমাদের এই ওয়েব পেজটাকেও ফলো করে রাখবেন কারণ আমরাই সবার প্রথম ওয়েস্ট বেঙ্গলের যত অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ করা হয় তার খবর দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে ফলো করে রাখবেন।

Leave a Comment