ICDS Helper Recruitment 2024 | Alipurduar Anganwadi Helper Recruitment 2024

Alipurduar Anganwadi Helper Recruitment 2024 :- আলিপুরদুয়ারে আবারো প্রচুর পরিমাণে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। যেখানে কিন্তু আলিপুরদুয়ারের কুরবান আইসিডিএস প্রজেক্ট এর মাধ্যমে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করে নেওয়া হবে আলিপুরদুয়ারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে।

আপনারা যদি এই পথগুলোর জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের জানতে হবে কত দিন পর্যন্ত আবেদন চলছে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এবং আপনারা কোথা থেকে এই আবেদন করবেন তা সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা নিজে দিয়ে দিয়েছি। Alipurduar Anganwadi Helper Recruitment 2024

অবশ্যই আবেদন করার আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে একবার সম্পূর্ণ বিজ্ঞপ্তি টি পড়ে নেবেন। কারণ ওইখানে অনেক কিছু দেওয়া থাকে যেগুলো কিন্তু আমরা আমাদের প্রতিবাদে দিয়ে উঠতে পারি না।
Notification No. 10/APD-U/ICDS

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস

গ্রাম পঞ্চায়েতের নাম মোট পদ
Ward No-I০১
Ward No-III০১
Ward No-IV০১
Ward No-V০১
Ward No-XI০১

Alipurduar Anganwadi Helper Recruitment 2024 দরখাস্ত পূরণের নিয়মাবলী

পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি তপু চলি উপজাতি অন্যান্য অনুগ্রসর শ্রেণী ক্যাটাগরি এই অন্যান্য অনুগ্রসর শ্রেণী ক্যাটাগরি বি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের শংসাপত্র এক্ষেত্রে রাজ্য হবে না। Alipurduar Anganwadi Helper Recruitment 2024
তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনুগ্রসর শ্রেণী ক্যাটাগরি এ অন্যান্য অনুগ্রহ শ্রেণীর ক্যাটাগরি বি সংশ্লিষ্ট প্রার্থীরা কলকাতা ব্যতীত বাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জারি হওয়া শংসাপত্র একমাত্র রাজ্য হবে। এক্ষেত্রে অন্য কোন প্রকার শংসাপত্র গ্রাহ্য করা হবে না। কলকাতা থেকে জারি হওয়া শংসাপত্রের ক্ষেত্রে জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা বা দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কল্যাণ অধিকারী কলকাতা ব্যতীত অন্য কোন প্রকারের জারি হওয়া সংশোধন গ্রাহ্য করা হবে না।
অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শংসাপত্র জমা করতে হবে।

আবশ্যিক শর্তাবলী Alipurduar Anganwadi Helper Recruitment 2024

প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে

নিম্নতম শিক্ষাগত যোগ্যতা
আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে আর্থিকের যেকোনো স্বীকৃত ভোট থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে উচ্চতর শিক্ষকতা যোগ্যতা আত্মীদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না।

বয়স
০১-০১-২০২৪ তারিখে আর থেকে নিম্নতম ১৮ বছর বয়সের হতে হবে। তিনি উক্ত ০১-০১-২০২৪ তারিখে কোন মতে ৩৫ বছরের বেশি বয়সের হতে পারবেনা অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ ০২-০১-১৯৮৯ বা তারপরে এবং ০১-০১-২০০৬ বা তার আগে হতে হবে। এই শর্তাবলী সকল শ্রেণী প্রার্থীদের যথা সাধারন তপশিলি জাতি তপসালি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রতিবন্ধী সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড বা স্বীকৃত ভোট কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাস সংসারপত্রে লিখিত বয়সী এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। অন্য কোন রূপ প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য করা হবে না।

বয়সের প্রমাণপত্র:
বয়সে প্রমাণপত্র হিসেবে আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা এডমিট কার্ড দিতে পারেন। এগুলো না হলে কিন্তু আপনাদের বয়সের প্রমাণ হবে না।

স্থায়ী বাসস্থান সংক্রান্ত সত্য
Alipurduar Anganwadi Helper Recruitment 2024
প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতেরই স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে। যদি কোন প্রার্থীর ভোটার কার্ড না থাকে তাহলে সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে পাত্রীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য জেলার সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট মহকুমা শাসক সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বিবেচিত হবে। প্রসঙ্গত যেকোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করতে হবে অন্যথায় তার যোগদান গৃহীত বা অনুমোদিত হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Alipurduar Anganwadi Helper Recruitment 2024 লিখিত পরীক্ষার বিষয় নিম্নরূপ

পাটিগণের ২০ নম্বরের
ইংরেজি ২০ নম্বরের
পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয়১৫ নম্বরের
সাধারণ জ্ঞান২০ নম্বরের
বাংলা ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখুন১৫ নম্বর
মৌখিক পরীক্ষা ১০ নম্বর

পরীক্ষা Alipurduar Anganwadi Helper Recruitment 2024
সকল আবশ্যিক সত্যপূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান 100 নম্বরের। প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দু ঘন্টার লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশ রাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা ১০ নম্বরের হবে কোন লিখনের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে। অর্থাৎ লিখিত পরীক্ষা কোন লিখনের ক্ষেত্রে মোট সময় দু’ঘণ্টা ৪০ মিনিট বরাদ্দ থাকবে।

লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ
ICDS karmi Recruitment 2024
বাংলা ভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখুন দশম শ্রেণীর মানের নাম্বার ১৫
পাটিগণিত দশম শ্রেণীর মানে নাম্বার কুড়ি
পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন নম্বর ১৫
ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ দশম শ্রেণী মানের নাম্বার কুড়ি
সাধারণ জ্ঞানের প্রশ্ন নাম্বার কুড়ি Alipurduar Anganwadi Helper Recruitment 2024

ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে রচনা লিখুন বাংলাতে লিখতে হবে রচনা লিখুন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। লিখিত পরীক্ষায় উপরোক্ত ক রচনা লিখুন খ পাটিগণিত দশম শ্রেণীর মানের গ পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন ঘ ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ দশম শ্রেণীর মানে উ সাধারণ জ্ঞানের প্রশ্ন একে এই পাঁচটি ক্ষেত্রে সর্বমোট নিম্নতম ৩০ নম্বর না পেলে কোন প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না এই সত্তাগুলি সকল শ্রেণীর প্রার্থী যথাসা ধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রতিবন্ধী সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে লিখিত পরীক্ষা পাস করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতারিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নামা অনুসারে নির্বাচন কর্মমন্ডলীর অনুমোদন সাপেক্ষে ১:৫ অনুপাতে মৌখিক পরীক্ষা নিতে পারে।

কর্মক্ষেত্র
Alipurduar Anganwadi Helper Recruitment 2024
আবেদনকারীনি এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কাজের জন্য আবেদন করেছেন তাকে সেই গ্রাম পঞ্চায়েতের যেকোনো অঙ্গনারী কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে

প্রশিক্ষণ
Alipurduar Anganwadi Helper Recruitment 2024
সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোন স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় নিম্নতম যোগ্যতা মান অঞ্চল না করলে তার নিয়োগ বাতিল হবে।

প্রতিবন্ধী শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য
প্রার্থীকে নির্মতম ৪০ পার্সেন্ট অক্ষম হতে হবে যে সকল প্রতিবন্ধী প্রার্থীদের লেখার ক্ষেত্রে প্রয়োজনীয় সক্ষমতার অভাব আছে তারা প্রয়োজনে কোন লেখকের সহায়তা নিতে পারেন। সেক্ষেত্রে এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে তারা সর্বমোট 40 মিনিটে ক্ষতিপূরক সময় পাবেন অর্থাৎ তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে দু’ঘণ্টা 40 মিনিটের তবে সেক্ষেত্রে আবেদন পত্র দাখিল করার সময়েই সেই সংক্রান্ত তথ্য কার্যালয় সরাসরি জানাতে হবে। আবেদন করার সময় উত্তীর্ণ হয়ে গেলে কোনভাবেই তারা আর কোন লেখক সংক্রান্ত তথ্য জমা করতে পারবেন না এবং পরীক্ষা কেন্দ্রে কোনো লেখকের সহায়তা পাওয়া উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন না যোগ্যতা মান ও অন্যান্য তথ্যের জন্য সংশ্লিষ্ট শিশু বিকাশ প্রকল্প আধিকারিককে কার্যালয় যোগাযোগ করতে পারেন

নির্ধারিত সময়ের সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র ডাউনলোড করা হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্রের রঙিন প্রিন্ট আউট সঙ্গে করে আনতে হবে অন্যথায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না পরীক্ষার তারিখ ও সময় উপরোক্ত ওয়েবসাইট বা টোটাল এ এর বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে সম্পূর্ণটা।

আবেদন সংক্রান্ত সত্তা বলি ও আবেদনপত্র জমা করার সময়সীমা Alipurduar Anganwadi Helper Recruitment 2024
আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অনলাইন এর মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে ২০/০২/২০২৪ থেকে ২০/০৩/২০২৪ বিকেল ৫ঃ৩০ পর্যন্ত। যেকোনো সাইবার ক্যাফে তে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে ওয়েবসাইটটি হলো https://eapplyicdsalipurduar.in/
আবেদন করার শুরুর তারিখ ২০-০২-২০২৪
আবেদন করার শেষ তারিখ ২০-০৩-২০২৪

যখন আপনাদের সম্পূর্ণ ফর্মটা অনলাইনের মাধ্যমে পূরণ হয়ে যাবে তখন অবশ্যই আপনারা আপনাদের ফর্মটার একটি প্রিন্ট আউট বের করে নেবেন ভবিষ্যতে কাজে লাগানোর জন্য।

Official NoticeClick Here

Leave a Comment