ICDS South 24 Parganas recruitment 2024 | Anganwadi Recruitment 2024 – Apply Online

Icds South 24 Parganas Recruitment 2024: পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 – ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য ICDS WB অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষা নেওয়া হয়েছিল। ICDS Bankura recruitment 2024 এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসবে যেখানে আইসিডিএস ডব্লিউবিতে প্রচুর সংখ্যক নিয়োগ হবে।

বজ বজ ১ নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহকার নিয়োগের জন্য উপযুক্ত তপশিলি জাতি মহিলা প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমেটে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
যেকোনো একটি পদের জন্য আবেদন করতে হবে, উভয় পদের জন্য আবেদন করলে উপায় আবেদনই বাতিল বলে গণ্য করা হবে। দরখাস্তের বয়ান এই বিজ্ঞপ্তি সাথে ধরা হলো।

Name of OrganizationDepartment of Women Development & Child Welfare, West Bengal
Name of RecruitmentWB Anganwadi Recruitment 2024 / WB ICDS Recruitment 2024
Number of Vacancies575
Notification Released onUpdate Soon
Application ModeOnline
More JobClick Here

Table of Contents

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS South 24 Parganas Recruitment 2024 Vacancy  Details

অঙ্গনওয়াড়ি কর্মী

শূন্যপদ ২৭৫ টি তপশিলি উপজাতি এই ২৭৫টি শূন্য পথের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র তপশিলি উপজাতি যে সমস্ত মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে চাইছেন তারাই এখানে আবেদন করতে পারবেন।

বাসস্থান
তপশিলি উপজাতি মহিলা প্রার্থীগণ বজ বজ এক নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোন ব্লক ও পৌরসভা বাসিন্দা হলে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি অন্য কোথাও বসবাস করে থাকেন এই ব্লক বা পৌরসভা বাদে তাহলে আপনি এই পথটার জন্য আবেদন করতে পারবেন না।

শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নিম্নতম মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার সমতুল্য। এছাড়াও আপনার যদি উচ্চতর শিক্ষকতা যোগ্যতা থেকে থাকে তাহলেও আপনি এই South 24 parganas Anganwadi recruitment 2024 কর্মীর জন্য আবেদন করতে পারবেন।

বয়স
আপনার বয়স যদি ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি এই WB icds recruitment 2024 আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

নিয়োগের স্থান
আপনি যদি S24pgs icds recruitment 2024 ওদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার চাকরি যে জায়গায় হবে সেটা হল বজ বজ এক নম্বর ব্লকের যে কোন স্থানে ও বজবজ পৌরসভা বা পূজালী পৌরসভা এলাকার যে কোন স্থানে আপনার কাজ করতে হতে পারে তাই আপনি যদি এই সমস্ত এলাকায় গিয়ে কাজ করতে পারেন তাহলেই এই পথের জন্য আবেদন করবেন না হলে করবেন না।

চাকরির মেয়াদকাল
আপনি যদি 18 বছর বয়সে icds recruitment 2024 চাকরি পেয়ে যান তাহলে কিন্তু তাকে ৬৫ বছর পর্যন্ত এই কাজ করতে হবে এর আগে আপনি চাইলে আপনার মত অনুযায়ী কাছ থেকে বের হতে পারবেন।

বেতন
অঙ্গনওয়াড়ি কর্মী (AWW) বেতন: Rs.৩০০০/- থেকে Rs.৪৫০০/- প্রতি মাসে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অঙ্গনওয়াড়ি সহায়িকা

শূন্যপদ ৩০০ টি তপশিলি উপজাতি এই ৩০০টি শূন্য পথের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র তপশিলি উপজাতি যে সমস্ত মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে চাইছেন তারাই এখানে আবেদন করতে পারবেন।

বাসস্থান
তপশিলি উপজাতি মহিলা প্রার্থীগণ বজ বজ এক নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোন ব্লক ও পৌরসভা বাসিন্দা হলে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি অন্য কোথাও বসবাস করে থাকেন এই ব্লক বা পৌরসভা বাদে তাহলে আপনি এই পথটার জন্য আবেদন করতে পারবেন না।

শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নিম্নতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে বা তার সমতুল্য। এছাড়াও আপনার যদি উচ্চতর শিক্ষকতা যোগ্যতা থেকে থাকে তাহলেও আপনি এই South 24 parganas Anganwadi recruitment 2024 কর্মীর জন্য আবেদন করতে পারবেন।

বয়স
আপনার বয়স যদি ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি এই WB icds recruitment 2024 আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

নিয়োগের স্থান
আপনি যদি S24pgs icds recruitment 2024 ওদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার চাকরি যে জায়গায় হবে সেটা হল বজ বজ এক নম্বর ব্লকের যে কোন স্থানে ও বজবজ পৌরসভা বা পূজালী পৌরসভা এলাকার যে কোন স্থানে আপনার কাজ করতে হতে পারে তাই আপনি যদি এই সমস্ত এলাকায় গিয়ে কাজ করতে পারেন তাহলেই এই পথের জন্য আবেদন করবেন না হলে করবেন না।

চাকরির মেয়াদকাল
আপনি যদি 18 বছর বয়সে icds recruitment 2024 চাকরি পেয়ে যান তাহলে কিন্তু তাকে ৬৫ বছর পর্যন্ত এই কাজ করতে হবে এর আগে আপনি চাইলে আপনার মত অনুযায়ী কাছ থেকে বের হতে পারবেন।

বেতন
অঙ্গনওয়াড়ি হেল্পার (AWH) বেতন: প্রতি মাসে ১৫০০/- টাকা থেকে ২২৫০/- টাকা।

গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার নামতপশিলি উপজাতি
মায়াপুর গ্রাম পঞ্চায়েত ১২০
বুইতা গ্রাম পঞ্চায়েত৭০
উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত৮২
চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত১৪৫
পূজালী পৌরসভা৪৪
বজ বজ পৌরসভা115

ICDS South 24 Parganas লিখিত পরীক্ষার পাঠক্রম নিম্নরূপ

  • মাতৃভাষায় ১০০ শব্দের রচনা লিখুন (অষ্টম শ্রেণী মান) : পূর্ণমান – ১৫
  • পাটি গণিত অষ্টম শ্রেণী মান : পূর্ণমান – 20
  • পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন : পূর্ণমান – ১৫
  • ইংরেজি ভাষা জ্ঞান প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান অনুবাদ ইত্যাদি (অষ্টম ও নবম শ্রেণীর মান) : পূর্ণমান – 20
  • সাধারণ জ্ঞান : পূর্ণমান – 20

লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে বিজ্ঞপ্তি হবে এবং প্রবেশ পথের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে.

লিখিত পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা হবে না। লিখিত পরীক্ষার পাস করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন নিম্নতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত হবে । বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নামা অনুসারে নির্বাচক মন্ডলীর অনুমোদন সাপেক্ষে 1:5 অনুপাতে শূন্য পদ সংখ্যা মৌখিক পরীক্ষায় আহবান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে যদি কোন ক্ষেত্রে দেখা যায় একই সাধারণ পথ ভুক্ত দুজন প্রার্থী সংরক্ষণের আওতাভুক্ত দুজন প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে যার বয়স বেশি থাকে অগ্রাধিকার দেওয়া হবে (সরকারি আদেশনামা অনুসারে)

লিখিত ও মৌখিক পরীক্ষায় বসার তারিখ ডাকযোগে এডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে এছাড়া সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে এবং স্থানীয়ভাবে প্রচারিত খবরের কাগজ বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। এডমিট কার্ড না পেলে উপযুক্ত প্রমাণ দেখিয়ে বচ বচ এক নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিস থেকে ডুপ্লিকেট এডমিট কার্ড পাওয়া যাবে পরীক্ষার আগের শেষে দুদিন অফিস খোলার দিনে। দরখাস্ত কেবলমাত্র সরাসরি অফিসেই জমা দেওয়া যাবে। সরাসরি অফিসে জমা দেওয়া যাবে অফিস খোলার দিন দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কিন্তু ছুটির দিনে এটি সম্পূর্ণ বন্ধ থাকবে। কোন কারনে দরখাস্ত বাতিল হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।

আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে এবং যারা করণীয়ঃ-

  • প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট মূল কপি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • প্রার্থীর বয়স সংক্রান্ত সার্টিফিকেট
  • প্রার্থীর জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেট যা মহকুমা শাসক দ্বারা জারি করা থাকবে
  • সংশ্লিষ্ট শারীরিক বিকলাঙ্গ সংক্রান্ত সার্টিফিকেট।
  • প্রার্থীদের সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি স্ট্যাম্প সাইজ ছবি ( একটি পাসপোর্ট সাই জ ছবি আবেদন পদের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং অন্য দুটি ছবি আবেদন পত্রের সঙ্গে ( আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে))।
  • আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সম্বলিত একটি পাঁচ টাকার ডাকটিকেট সম্বলিত একটি ( 10″ × 8″ ) মাপের খাম।
  • উপরিউক্ত সকল প্রমাণ পত্র ও ঘামসহ আবেদন পত্রটি একটি বড় খামের ভিতরে ভোরে মুখ বন্ধ অবস্থায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক রাণীবাঁধ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া এই ঠিকানায় প্রদান করতে হবে।
  • উক্ত খামের উপর কোন পদের জন্য আবেদন করা হয়েছে সঠিকভাবে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক।
  • তদুপরি খামের বামদিকে আবেদনকারীর নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহ ঠিকানা অবশ্যই লিখতে হবে।

How to Apply ICDS South 24 Parganas Recruitment 2024

  • আবেদন করার জন্য আপনাদের অফিসের ওয়েবসাইটে https:// wbicds.in গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ডাউনলোড option যান এবং অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ।
  • আগে ভালো Full Notificationটি পরুন তারপরে আবেদন করুন।
  • অনলাইনে আবেদন করার আগে আপনাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এবং তারপরে অনলনে টাকা দিন আবেদন ফী।
  • অবশেষে, সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়ে যাই। তার পরে submit করে দিন। তাহলেই আপনার ICDS form fill-up হয়ে যাবে।

আবেদনপত্র বাতিলের কারণসমূহ:-
1। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় অতিক্রম হওয়ার পর জমা পড়লে আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।
2। আবেদনপত্র অসম্পূর্ণ এবং সঠিক নির্দেশ অনুযায়ী না থাকলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য করা হবে।
3। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি আপনারা আবেদনপত্রের সাথে না দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে।
4। আবেদনকারীর বয়স যদি ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে না হয় তাহলেও আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।
5। একই আবেদনকারী দ্বারা একাধিক আবেদনপত্র জমা করলে একটি মাত্র আবেদন পত্র গৃহীত হইবে বাকি সবগুলোই বাতিল করে দেওয়া হবে।
6। আবেদনপত্রে সাম্প্রতিক কালে তোলা রঙিন ফটো না থাকলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।
7। আবেদনপত্রে এবং ঘোষণা পত্রে আবেদনকারীর স্বাক্ষর সংযুক্ত না থাকলে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।
8। উপযুক্ত নথিপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত না থাকলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে ধরা হবে।
9। অন্যান্য যেকোনো অমিল যদি স্কুটির সময় পাওয়া যায় সে ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থী পদ খারিজ হতে পারে। মানে চাকরি পাওয়ার পরেও যদি আপনি আপনার ডকুমেন্টে কিছু ভুল ধরা পড়ে তাহলে আপনার চাকরি চলে যাবে।
10। অসম্পূর্ণ আবেদন পত্র সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।
11। ফটো , শংসাপত্র , ডাকটিকিট যুক্ত খাম, ইত্যাদি না থাকলে এবং অপসম্পন্ন ও অপরিচ্ছন্ন দরখাস্ত সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।

সাধারণ শর্তাবলী :-
1। প্যানেল নাম নথিভুক্ত হওয়ায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তি নিশ্চয়তা নয়।
2। অঙ্গনওয়াড়ি সরকার পদে সরকারি চাকরি এটি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবক মূলক এবং অস্থায়ী পদের চাকরি।
3। প্রত্যেক প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষা উভয়ই উপস্থিত থাকা বাধ্যতামূলক একটি তার পার্থিবদ বাতিল বলিয়া গণ্য করা হবে।
4। আবেদনপত্র যাচাই এবং পরীক্ষার পর বৈধ আবেদনকারীর নাম অফিসিয়াল ওয়েবসাইটে এবং সিডিপিও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত করা হবে। আপনারা সেই জায়গা থেকেই আপনাদের নাম ফাইনাল প্যানেলে আছে কিনা তা দেখে নিতে পারবেন।
5। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি অফিশিয়াল ওয়েবসাইটে এবং সিডিপিও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা সিডিপিও নোটিশ বোর্ড রয়েছে তা খেয়াল করুন।
6। সমস্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় যাচাই করা হবে আপনি যদি আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস মৌখিক পরীক্ষার সময় না নিয়ে যান তাহলে আপনাকে মৌখিক পরীক্ষাতে বসতে দেওয়া হবে না।
7। কোন TA / DA লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য দেওয়া হবে না।
8। নিউ প্রক্রিয়া চলাকালীন কোন প্রার্থী উত্তীর্ণতা সম্পন্নরূপে স্থায়ী এবং উল্লেখিত সত্যাবলী সাপেক্ষ।
9। যেকোনো সময়ে পরীক্ষার ধরন পরিবর্তন অথবা ইন্টারভিউ করুন অথবা নিয়োগ প্রক্রিয়াটির কোন ধাপ বা অথবা সমুদ্র প্রক্রিয়াটি বাতিলকরনের অধিকার সম্পূর্ণ রূপে কমিটির হাতে ন্যাস্ত থাকবে।
10। সরকারি নির্দেশ ও আইন অনুযায়ী সংরক্ষিত সংখ্যা পরিবর্তিত হতে পারে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এই নিযুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের সংশ্লিষ্ট সকল আদর্শ এবং সংরক্ষণের ক্ষেত্রে ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত সরকারি আদেশ নামা প্রযোজ্য।

ICDS Recruitment 2024 Important Date

  1. অনলাইন আবেদন শুরু: Update Soon
  2. অনলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ: Update Soon
  3. ফি প্রদানের শেষ তারিখ: Update Soon
  4. অফলাইনে ফি প্রদানের শেষ তারিখ: Update Soon
  5. পেমেন্ট চালান তৈরির শেষ তারিখ: Update Soon

Important Link ICDS South 24 Parganas district Recruitment 2024

Official NoticeClick Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here
Join WhatsApp GroupClick Here
Join Telegram ChannelClick Here

আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখবেন। অফিসিয়াল নোটিশটি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অঙ্গনারী কর্মী হিসেবে যোগদান করবেন.

অঙ্গনওয়াড়ি স্বরূপা পদের জন্য আবেদন পত্রের বয়ান

Anganwadi recruitment 2024 last date, Anganwadi recruitment 2024 apply online, anganwadi recruitment 2024 west bengal, Karnataka anganwadi recruitment 2024, anganwadi vacancy 2023, anganwadi supervisor vacancy 2023, anganwadi bharti 2024 apply online, anganwadi vacancy 2024 in up last date, south 24 parganas icds recruitment 2023, Icds south 24 parganas recruitment 2024 result, Icds south 24 parganas recruitment 2024 official website, Icds south 24 parganas recruitment 2024 notification, Icds south 24 parganas recruitment 2024 last date, Icds south 24 parganas recruitment 2024 date, Icds south 24 parganas recruitment 2024 apply online, Icds south 24 parganas recruitment 2024 apply,

3 thoughts on “ICDS South 24 Parganas recruitment 2024 | Anganwadi Recruitment 2024 – Apply Online”

Leave a Comment